বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৫:৫৮

বিশ্বের সবথেকে শক্তিশালী ও নিরাপদ গাড়ির দাম ১৭৩ কোটি

বিশ্বের সবথেকে শক্তিশালী ও নিরাপদ গাড়ির দাম ১৭৩ কোটি

এক্সক্লুসিভ ডেস্ক : জি ২০ সম্মেলনে যোগ দিতে বিশ্বের নেতারা ভারতে উপস্থিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সহ অন্যান্য দেশের নেতারা ভারতে উপস্থিত হয়েছিলেন। ভারতের ফাঁকা রাস্তায় জো বাইডেনকে বহন করা গাড়িটি বিশেষভাবে সবার নজড়ে পড়েছিল। এই গাড়িটিকে বলা হয় বিশ্বের সবথেকে শক্তিশালী ও নিরাপদ গাড়ি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আসলে যিনি বসবেন তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম এ গাড়িটি। জেনারেল মটরস কোম্পানির ক্যাডিলাক ব্র্যান্ডের গাড়ি এটি। ২০১৮ সালে এ মডেলটি বাজারে লঞ্চ করা হয়েছিল। আপনি এরকম একটি গাড়ি চাইলে ১৭৩ কোটির বেশি টাকা খরচ করতে হবে।

এ গাড়ির নাম শুনলে আপনিও চমকে যাবেন। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘দ্য বিস্ট’। বাংলায় অর্থ করলে দাঁড়ায় হিংস্র জন্তু। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অন্য দেশে ভ্রমণ করলে বিমানে করে গাড়িটিকে ওই দেশে নিয়ে যাওয়া হয়।

ক্যাডিলাক ব্র্যান্ডের এ গাড়িটির জানালার পাঁচটি স্তর রয়েছে। কাঁচ এবং পলিকার্বন দিয়ে এটি তৈরি করা। আপনি জেনে অবাক হবেন যে, বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করতে সক্ষম এরকম বুলেট থামিয়ে দিতে পারবে এ গাড়ির জানালা।

স্টিল, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম ও সিরামিক্স দিয়ে গাড়ির বডি তৈরি করা হয়েছে। বোমা এবং মাইন প্রতিরোধ করতে সক্ষম এ গাড়িটি। শটগান এবং কাঁদুনে গ্যাস জরুরি অবস্থার কথা মাথায় রেখে গাড়ির মধ্যে রাখা হয়।

আগুন নেভানোর যন্ত্র এবং রক্তের ব্যাগ গাড়ির মধ্যে রাখা হয়। সাজোয়া গান এর সাথে আপনি এটিকে তুলনা করতে পারেন। নাইট ভিশন ক্যামেরা সচল রাখা হয় গাড়ির মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট যতক্ষণ গাড়ির মধ্যে থাকবেন ততক্ষণ সবকিছুর গতিবিধি নজরে রাখবে পেন্টাগন।

স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট পেন্টাগনের সাথে যোগাযোগ করতে পারবে। গাড়িটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেকোনো ধরনের হামলা হওয়ার পূর্বে গাড়িটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সিস্টেম তা বুঝে ফেলতে সক্ষম। জরুরি অবস্থার কথা মাথায় রেখে সব ধরনের ফিচার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে