বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৪০:১৯

এই ছবি দেখে বলুন তো কে ঘরের বাহিরে গিয়েছিল!

এই ছবি দেখে বলুন তো কে ঘরের বাহিরে গিয়েছিল!

এক্সক্লুসিভ ডেস্ক : চোখের সাথে ছলনা করাই হলো অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের বৈশিষ্ট্য। আজকাল সোশ্যাল মিডিয়ায় হামেশাই অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি ভাইরাল হতে দেখা যায়। ছবির মধ্যে থেকে খুঁজে বের করতে হয় নানারকম অবয়ব, লুকিয়ে থাকা বস্তু ইত্যাদি। এগুলি সমাধান করতে পারলেই বোঝা যায় ওই ব্যক্তির আইকিউ লেভেল কতটা ভালো।

সম্প্রতি এমনি এক ধাঁধার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তবে ছবিটার আসল রহস্য কী? আর এটাই খুঁজে বের করা হলো এই প্রতিবেদনের চ্যালেঞ্জ। দাবি করা হয়েছে, যারা এই ধাঁধাটির সমাধান করতে সক্ষম হবেন তাদের জিনিয়াস বললেও ভুল হবে না।

ছবিটিতে দেখা যাচ্ছে একটি শোবার ঘর। ঘরটির পাশে রয়েছে একটি বড় জানলা। আর ঘরে রয়েছে পাঁচটি বিছানা আর তাতে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে রয়েছে পাঁচজন ছেলেমেয়ে। কিন্তু এরই মধ্যে একজন চুপি চুপি বাইরে গিয়েছিল। সে ফিরেছে বেশ রাত করেই! এখন তাকেই খুঁজে বের করতে হবে।

আপনি কি চ্যালেঞ্জটা গ্রহণ করতে প্রস্তুত? তাহলে নিজের মধ্যে থাকা গোয়েন্দাটাকে জাগিয়ে তুলতে হবে। এই ধরনের ধাঁধার সমাধান করার ভালো উপায় হল ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করা। তাহলে অবশ্যই সমাধানের সূত্র খুঁজে পাবেন। এবার তীক্ষ্ণ বুদ্ধির পাশাপাশি দৃষ্টিশক্তিকেও কাজে লাগাতে হবে।

তবে এখনো যারা খুঁজে পাননি তাদের চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবির একেবারে বাম দিকে শুয়ে থাকা বাচ্চাটির পায়ের দিকে চাদরটা কিছুটা উঠে রয়েছে আর তার জুতো দেখা যাচ্ছে। সুতরাং সেই বাইরে গিয়েছিল আর তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়েছে আর জুতোটা খুলতে ভুলেই গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে