এক্সক্লুসিভ ডেস্ক: গ্রীষ্মকালের তাপদাহ অনেক সময় সহ্য সীমা ছাড়িয়ে যায়। আর যারা মরুভূমি অঞ্চলে বাস করেন তাদের অবস্থা আরো কঠিন হয়ে পড়ে। তাই এবার মরুভূমিতে মোতায়েন সেনাদের জন্য পরিধানযোগ্য শীততাপ নিয়ন্ত্রিত পোশাক তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও। ভারতের লোকসভায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এই আবিস্করের কথা জানান।
ম্যান মাউন্টেড এয়ার কন্ডিশনিং সিস্টেম বা এমআইএমএসিএস’টি নামের পরীক্ষামূলক পোশাকটি তৈরি করেছে ডিআরডিও গবেষণাগারের ইন্সটিটিউট অব ফিজিওলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস।
অবশ্য এটিকে ভারতের একক আবিস্কার বললে ভুল হবে। কারণ আফগান যুদ্ধে মার্কিন সেনারা এই ধরনের পোশাক ব্যবহার করেছি। সূত্র: রেডিও তেহরান