এক্সক্লুসিভ ডেস্ক : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা বলার আর অপেক্ষা রাখে না। যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে হোক বা ইন্টারভিউতে সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি করা হয়। এর মাধ্যমে আপনার নলেজ কতটা ভালো তা বোঝার একটি দুর্দান্ত উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন সাপ দংশন করলে শরীরের সমস্ত ছিদ্র দিয়ে রক্ত বেরিয়ে আসে?
উত্তরঃ বুমস্ল্যাং (Boomslang) সাপের কামড়ে শরীরের সমস্ত ছিদ্র দিয়ে রক্ত করে বেরিয়ে আসে। এই সাপটি একমাত্র আফ্রিকায় পাওয়া যায়।
২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে অপছন্দের সবজি কোনটি?
উত্তরঃ সবচেয়ে অপছন্দ সবজি হলো করলা, যেটা প্রায় ৭০ শতাংশ মানুষ পছন্দ করেন না।
৩) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে মিষ্টি ও সুন্দর ভাষা কোনটি?
উত্তরঃ ২০১০ সালে ইউনেস্কো কর্তৃক বাংলাকে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা বলে ঘোষণা করা হয়েছে।
৪) প্রশ্নঃ কোন পাখি আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে আবার সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তরঃ হোমা পাখি।
৫) প্রশ্নঃ পৃথিবীর মধ্যে ফুটন্ত জলের নদী কোথায় আছে?
উত্তরঃ আমাজনের জঙ্গলে শানায় টিম্পিসখা (Shanay-Timpishka) নামক একটি নদীর জল সবসময় টগবগ করে ফুটছে।
৬) প্রশ্নঃ কোন মাছের নামে জুতোর কোম্পানি আছে?
উত্তরঃ ‘বাটা’ কোম্পানী।
৭) প্রশ্নঃ কোন দেশের রবিবারের বদলে শনিবারে সরকারি ছুটি থাকে?
উত্তরঃ পৃথিবীতে এরকম বেশকিছু দেশ আছে যেখানে রবিবারের বদলে শনিবারে সরকারি ছুটি থাকে, তার মধ্যে একটি হলো মালদ্বীপ (Maldives)।
৮) প্রশ্নঃ ‘ইলেকট্রিক মাছ’ ইল (Eel) কত ভোল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে?
উত্তরঃ একটি ইলেকট্রিক ইল মাছ তাদের শরীরে সর্বোচ্চ ৬০০ ভোল্ট পর্যন্ত উৎপন্ন করতে পারে।
৯) প্রশ্নঃ হিমালয় পর্বতের (Himalayas) উচ্চতা প্রতি বছর কতটা করে বৃদ্ধি পাচ্ছে?
উত্তরঃ প্রতিবছর হিমালয় পর্বতের উচ্চতা ৪ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে।
১০) প্রশ্নঃ ক্রিকেট (Cricket) খেলাকে বাংলায় কী বলে?
উত্তরঃ ক্রিকেটকে বাংলায় ‘ক্রিকেট’ই বলা হয়, কারণ এই খেলার জন্ম সুদূর ইংল্যান্ডে। তবে আমাদের দেশে গ্রামবাংলায় ক্রিকেটের প্রচলিত শব্দ হল ‘ব্যাটবল খেলা’।