এক্সক্লুসিভ ডেস্ক: বাস কিংবা অটো সব খানেই পুরুষরা নারীদের বিরক্ত করতে পটু। তিনি নিজেও সেই বিরক্তের স্বীকার হয়েছেন। এরপরই তিনি সবাইকে অবাক করে নারী যাত্রীদের জন্য অটো কিনে নিজেই চালাতে শুরু করেন।
মুসলিম প্রধান দেশ পাকিস্তানের লাহোর শহরে জার আসলাম নামের ঐ নারীর এই কর্মকান্ডে গোটা দেশই আজ চমকে গেছে। এমনিতেই ওদেশে মহিলাদের পর্দার পেছনেই থাকতে হয়। ইদানিং অবশ্য, বিশেষ করে লাহোর এবং করাচিতে আসতে আসতে পর্দা সরিয়ে অনেক মহিলা এগিয়ে আসতে চাইছেন। জার আসলাম তাদেরই একজন।
কিন্তু মুসলিম প্রধান দেশে যেখানে নারীরা পর্দার আড়ালে থাকতেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন সেখানে তার এই অটো চালানো কতটা কঠিন? এ প্রসঙ্গে জার বলেন, ‘আমি নারীদের নিরাপত্তার জন্যইতো কাজ করছি। আমাদের ধর্মেতো এ বিষয়ে কোন বাধা নেই। তাছাড়া আমার অটোতে শুরু নারীরাইতো যাত্রী হবে।’
কিন্তু একজন নারী হয়ে জার কেন অটো চালানোর সিদ্ধান্ত নিলেন। এমন প্রশ্নের জবাবেব জার বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন একবার এক অটো চালক জোরে গাড়ি চালিয়ে তাকে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার মতলব করেছিলেন। কিন্তু কোন রকমে সে যাত্রায় বেঁচে যায়। তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেই একটি অটো রিকশা কিনে ফেলব। আর আজ আপনারা আমার সেই সিদ্ধান্তের ফল দেখতে পাচ্ছেন।’
যেহেতু তিনি শুধুমাত্র মহিলাদেরকেই অটোতে নিবেন তাই চেনার সুবিধার জন্য তার গাড়িটিকে গোলাপী রঙে সাজিয়েছেন। এখনও পর্যন্ত লাহোরের রাস্তায় এটায় একমাত্র গোলাপি অটো। মহিলামহল মনে করছে জারের মতো অনেক মহিলাই এবার অটো চালানোর দিকে মন দেবেন।