মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩৫:৩৪

ভূমিকম্পে অলৌকিকভাবে সুস্থ জীবন ফিরে পেল প্রতিবন্ধী শিশু

ভূমিকম্পে অলৌকিকভাবে সুস্থ জীবন ফিরে পেল প্রতিবন্ধী শিশু

ঠাকুরগাঁও : সৃষ্টিকর্তার কি মহিমা, কে জানতো এমন অলৌকিক ঘটনা ঘটবে ভূমিকম্পে? হ্যাঁ, এমন অলৌকিক ঘটনাই ঘটেছে ঠাকুরগাঁওয়ে।  অলৌকিকভাবে সুস্থ জীবন ফিরে পেল সেই প্রতিবন্ধী শিশু।

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্পে অলৌকিকভাবে সুস্থ জীবন ফিরে পেল সবুজ (৫) নামে প্রতিবন্ধী শিশুটি।  জন্ম থেকে প্রতিবন্ধী শিশুটি এখন পায়ের গোড়ালির পরিবর্তে পায়ের পাতা দিয়ে হাঁটতে পারছে।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর কালিতলা গ্রামের দিনমজুর আঃ রাজ্জাকের ছেলে সবুজ জন্ম থেকে তার ডান পাটি ছিল বাঁকা।  পায়ের পাতার পরিবর্তে গোড়ালি দিয়ে হাঁটাচলা করতো সে।

তার চিকিৎসায় পরিবারের লোকজন বিভিন্ন ডাক্তার, কবিরাজ ও হেকিমের সরণাপন্ন হলেও তাতে ভালো হয়নি।  শিশুটি শুক্রবার পার্শ্ববর্তী ঘনিমহেশপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়।

আজ শনিবার দুপুরে ভূমিকম্প শুরু হলে শিশুটির নানি হোসনে আরা বাঁকা পা মাটিতে চেপে ধরে রাখেন।  এতে অলৌকিকভাবে তার ডান পাটি ভালো হয়ে যায়।  বর্তমানে শিশুটি মাটিতে পায়ের পাতা ফেলে হাঁটাচলা করতে পারছে।

শিশুটির নানি হোসনে আরা বেগম জানান, শিশুটি যখন হাঁটতে শেখে তখন সে ঠিকমত হাঁটতে পারতো না।  পায়ের গোড়ালি দিয়ে হাঁটাচলা করতো সে। পরে হেকিম কবিরাজদের পরামর্শে তিনি ভূমিকম্পের জন্য অপেক্ষা করতে থাকেন।

আজ ভূমিকম্পের সময় তিনি শিশুটির পা মাটিতে চেপে ধরে রাখেন এবং ভূমিকম্প শেষে অলৌকিকভাবে তার ডান পাটি ভালো হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে