এক্সক্লুসিভ ডেস্ক : শেখার কোনও বয়স নেই, সময় নেই! তবে শুধু মানুষের থেকেই যে শিখতে হবে এমন নয়। আমাদের চারপাশের কিছু জীবজন্তু থেকেও আমাদের অনেক কিছু শেখার থাকে! ভারতের মহান কূটনীতিক ছিলেন চাণক্য।
তেমই অর্থশাস্ত্রেও তাঁর পাণ্ডিত্য অসামান্য। জীবনের নানা বিষয় নিয়ে নীতিকথা লিখে গিয়েছেন চাণক্য। সেই চাণক্যও বলেছেন এই কথা! আমাদের অনেক কিছু শেখার আছে সিংহ, বক, মুরগি, কাক, কুকুর থেকে। যা বদলে দিতে পারে আমাদের জীবন! সব কাজে সফল হবেন, টাকা আসবে হু-হু করে!
সিংহর থেকে শিখতে হবে যে কাজ ছোট হোক বা বড় সেটা করার সময় নিজের পূর্ণ শক্তি দিয়ে করতে হবে! তবেই সাফল্য আসবে জীবনে। সিংহ নিজের সর্বশক্তি দিয়ে শিকার করে! আর তাই সে সাফল্য পায়!
বকের থেকে শিখতে হবে কীভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা যায়! কোনও কাজ করার আগে সময় নিয়ে নিজের ক্ষমতার কথা ভেবে তবে কাজ করা উচিত! বক এক পায়ে দাঁড়িয়ে মাছ ধরে জল থেকে! শিকার করার আগে ভাবে! পরে নয়। তাই কাজ করার আগে ভাবতে হবে। কাজটা করার সময় বকের মতো মন দিয়ে করতে হবে। এতে সব কাজে সফলতা পাবেন!
মুরগির থেকে শিখতে হবে সকালে ঘুম থেকে ওঠা! সব সময় লড়াইয়ের জন্য তৈরি থাকা! জীবন সংগ্রামে থেমে না যাওয়া! বন্ধুদের প্রাপ্য অংশ দেওয়া এবং নিজের খাবার বা প্রাপ্যটা বুঝে নেওয়া! অর্থাৎ লড়াই করে বাঁচতে হবে এবং অন্যকে সম্মানও দিতে হবে। সকালে ওঠা সব সময় সব কাজে সাফল্য দেয়। photo source collected
বিষ্যতের জন্য কাক খাবার সংগ্রহ করে রাখে। অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। এবং সব সময় সতর্ক থাকা! কাউকে পুরোপুরি বিশ্বাস করে না কাক। নিজের সঙ্গীকেও না।