বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০১:৩৭

যে গ্রামে কখনও সন্ধ্যা নামে না!

যে গ্রামে কখনও সন্ধ্যা নামে না!

এক্সক্লুসিভ ডেস্ক : কেমন হবে আপনি যদি এমন একটি জায়গায় যেতে চান যেখানে কখনো সন্ধ্যা হয় না। এটি আপনাকে অবাক করতে পারে, তবে এটি সত্য। ভারতবর্ষে লুকিয়ে রয়েছে এমন একটি গ্রাম যেখানে কখনো সন্ধ্যা নামে না। এই প্রতিবেদনে দক্ষিণ ভারতের একটি গ্রামের কথা বলা হয়েছে, তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলার কদরুপকা গ্রাম।

একসময় নিজামদের শাসন আমলে এই গ্রাম ছিল তাদের প্রিয় ভ্রমণের পছন্দের জায়গা। এই গ্রামে কখনো সন্ধ্যা নামে না। দিনের ২৪ ঘন্টার মধ্যে শুধুমাত্র সকাল, বিকাল এবং রাত হয়। মানে এখানে দুপুরের পর সরাসরি রাত হয়ে যায়।

দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কদরুপকা গ্রামের সূর্য প্রায় ঘন্টাখানেক দেরিতে উঠে। খবর সূত্র অনুযায়ী, এই গ্রামটি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা। এখানে প্রচুর সবুজের সমারোহ এবং এই কারণে গ্রামের বাতাস মানুষকে স্বস্তি এনে দেয়।

সারা বছরই তেলেঙ্গানার এই গ্রামে দেশ-বিদেশের পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। এখানে সূর্য দেরিতে উঠে এবং দ্রুত অস্ত চলে যায়। গ্রামটি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা রয়েছে। গ্রামটির পূর্বে গোলা গুট্টা, পশ্চিমে রঙ্গনায়াকূলা গুট্টা, দক্ষিণে পামুবান্দা গুট্টা এবং উত্তরে নাম্বুলদ্রী স্বামী গুট্টা পাহাড় দ্বারা বেষ্টিত। যে কারণে সূর্যোদয় ও অস্ত যাওয়া অনুভূত হয় না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে