এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যদি গ্রাম্য এলাকায় বাস করেন তাহলে অবশ্যই ঘুম থেকে ওঠার সময় চারপাশে পাখির কিচিরমিচির শব্দ শুনে থাকবেন, হয়তো সেই আওয়াজগুলো আপনারও ভালো লাগবে। কিন্তু কখনো ভেবে দেখেছেন পাখির যখন গাছের ডালে ঘুমায় তখন নিচে পড়ে যায় না কেন। এবার জেনে নেওয়া যাক।
প্রথমেই জানিয়ে রাখি, মানুষ যখন ঘুমায় তখন গভীর নিদ্রায় চলে যায়। কিন্তু বসে বসে ঘুমিয়ে পড়লে তার মাথা ঝুঁকে পড়ে। তাহলে ভাবুন মানুষ ঘুমানোর সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না, তবে পাখিদের ক্ষেত্রে এর উল্টোটা হয় কেন।
মানুষের মতো পাখিদের বেশি ঘুমের প্রয়োজন হয় না। পাখিদের গভীর ঘুমে যেতে সময় লাগে মাত্র ১০ সেকেন্ড। জানলে অবাক হবেন যে, পাখিরা এক চোখ খোলা রেখেও ঘুমাতে পারে। পাখিদেরও কিছু বিশেষ ক্ষমতা আছে যেগুলো ব্যবহার করে তারা ঘুমন্ত অবস্থায় নিজেদের সক্রিয় ও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়।
জানিয়ে রাখি, পাখিদের ক্ষেত্রে তাদের মস্তিষ্কের যে অংশটি ঘুমানোর সময় সক্রিয় থাকে সেই অংশের চোখ খোলা থাকে না। অর্থাৎ পাখির ডান দিক সক্রিয় থাকলে ঘুমানোর সময় তার বাম চোখ খোলা থাকবে। এভাবেই পাখিরা ঘুমের মধ্যেও যে কোনও বিপদ দেখে নিজেদের রক্ষা করতে সক্ষম হয় কারণ তাদের মস্তিষ্কের একটি অংশ সবসময়ই সক্রিয় থাকে।
এছাড়া পাখিদের পায়ে নকশার কারণেও পাখিরা গাছের ডালে স্বচ্ছন্দে থাকতে পারে। পাখিরা যখন ঘুমানোর জন্য গাছের ডালে বসে তখন তাদের নখের গঠন ভালোভাবে আঁকড়ে ধরতে সাহায্য করে আর এই কারণে অনেক পাখি গাছের ডালে উল্টো ঝুলেও ঘুমায়।