বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪২:২১

বাড়ির আশেপাশে যা ছিটালে আসবে না সাপ!

বাড়ির আশেপাশে যা ছিটালে আসবে না সাপ!

এক্সক্লুসিভ ডেস্ক : সাপ মানেই একটা আতঙ্ক আর সেই আতঙ্ক কয়েক গুনে বেড়ে যায় বর্ষাকাল আসতেই। বিশেষ করে গ্রামাঞ্চলের আনাচে-কানাচে সাপ দেখা যায়। আবার বাড়ির মধ্যেও সাপ ঢুকে পড়ে, যা দেখে সকলেই ভয় পেয়ে যান। তবে সাপের হাত থেকে রক্ষা পেতে কার্বলিক অ্যাসিডের কোন বিকল্প নেই। কিন্তু এছাড়াও বেশ কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে, যা দিয়ে বাড়িতে সাপের প্রবেশ আটকানো যায়।

হাতের গোড়ায় কার্বলিক অ্যাসিড না থাকলে সালফারের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। যে সকল জায়গায় সাপ ঢুকে পড়ে সেখানে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন। এটি সাপের চামড়ায় জ্বালা ধরিয়ে দেবে, ফলে সাপের গায়ে একবার লাগলে তারা সেদিকে আর ভুলেও যাবেনা।

ন্যাপথলিন গুঁড়ো কিন্তু সাপ প্রতিরোধে যথেষ্ট কার্যকরী। বাড়িতে যেসব জায়গায় সাপের উপদ্রব বেশি সেখানে ন্যাপথলিন গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, ন্যাপথলিনের গন্ধ সাপের একেবারেই সহ্য হয় না। এছাড়া লেবুর রস ও লঙ্কার গুঁড়ো মিক্স করে ছিটিয়ে দিতে পারেন এটা বেশ কার্যকরী। এমনকি পেঁয়াজের গন্ধ থেকেও সাপ দূরে থাকে।

তবে এছাড়াও সাপ দূর করার জন্য ভিনেগারও কার্যকরী। যদি বাড়ির আশেপাশে জলা জায়গা থাকে বা অনেকদিন কোথাও জল জমে রয়েছে সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। তাহলে সেই সব জায়গায় সাপ লুকিয়ে থাকলেও পালিয়ে যাবে। এছাড়া রসুন ও সরষে তেল দিয়েও সাপ আটকানোর চেষ্টা করা যেতে পারে।

বাড়িতে কার্বলিক অ্যাসিড না থাকলে, রসুন বেঁটে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি একদিন রেখে বাড়ির চারপাশ ছিটিয়ে দিন। এও জানা গেছে, সর্পগন্ধা গাছ (Sarpagandha) লাগালে বাড়িতে সাপ ঢোকে না। বলা হয়, এই গাছ নাকি সাপের শত্রু। তবে মনে রাখবেন, কার্বলিক অ্যাসিডই সাপ তাড়ানোর জন্য সবথেকে ভালো উপায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে