এক্সক্লুসিভ ডেস্ক : আমরা প্রতিদিনই চোখের সামনে এমন অনেক কিছুই নকশা দেখি, যার কারণ আমরা বুঝতে পারিনা। কিছু নকশায় বিশেষ কারণ থাকে, যেগুলো আমরা উপেক্ষা করি কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে (science perspective) সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরই মধ্যে একটি হল ছাদে রাখা প্লাস্টিকের জলের ট্যাঙ্ক।
আপনি নিশ্চয়ই জলের ট্যাঙ্ক লক্ষ্য করলে দেখেছেন যে এর গায়ে লম্বা লম্বা দাগ থাকে। কিন্তু কখনো ভেবেছেন কি এই দাগগুলি কেন থাকে! জলের ট্যাঙ্কের দাগগুলি নকশা মনে হলেও বিশেষ কিছু চিন্তা ভাবনা করেই তৈরি করা হয়েছে। এই দাগগুলি ট্যাঙ্কটিকে সুরক্ষা প্রদান করার পাশাপাশি মজবুত রাখতে সাহায্য করে।
বিশেষ করে গ্রীষ্মকালে কড়া রোদের সময় ট্যাঙ্কটির বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এই দাগগুলো এটিকে শক্তিশালী করার পাশাপাশি সম্প্রসারণকে রোধ করে। আসলে যেখানেই এই দাগগুলো তৈরি হয়েছে সেই জায়গাগুলি ট্যাঙ্কের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি মজবুত হয়। এই কারণে ট্যাঙ্কটির বেড়ে যাওয়ার ভয় থাকেনা।
আপনি ট্যাঙ্কের গায়ে হাত দিয়ে স্পর্শ করলেই বুঝতে পারবেন যে এই দাগগুলির কারণে ট্যাঙ্কটি কতটা মজবুত। এমনকি যখন কোন ট্যাঙ্ককে ছাদে তোলা হয়, তখন এই দাগগুলোর থাকার কারণে ভালো গ্রিপ পাওয়া যায়। এমনটা না থাকলে ট্যাঙ্কটি ফস্কে যাওয়ার ভয় থাকত কিংবা ছাদে তুলতে সমস্যা হতো।
প্লাস্টিকের ট্যাঙ্কে যদি এই দাগগুলো না থাকে এবং কাঠামোটি সম্পূর্ণরূপে সমান্তরাল হতো তাহলে এটি ফেঁপে যাওয়ার ভয় থাকত। কারণ প্লাস্টিক জলের এত চাপ সহ্য করতে পারে না। এই বিশেষ নকশার কারণেই ট্যাঙ্কটি শক্তিশালী হয়ে ওঠে এবং দীর্ঘসময়ের জন্য স্থায়ী হয়।