শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০২:০৫

জানেন, কেন তিনটি উইকেট থাকে ক্রিকেট খেলায়?

জানেন, কেন তিনটি উইকেট থাকে ক্রিকেট খেলায়?

এক্সক্লুসিভ ডেস্ক : ক্রিকেট খেলায় অনেক নিয়ম চালু রয়েছে এবং এই খেলার আবির্ভাবের সাথে সাথে অনেক নিয়মের পরিবর্তন এসেছে। যদিও কিছু নিয়ম আজও অপরিবর্তিত রয়েছে। তবে আপনি কি কখনো ভেবেছেন যে ক্রিকেটে কেন তিনটি উইকেট দিয়েই খেলা হয়। এবার জেনে নেওয়া যাক কেন ব্যাটসম্যান ও বোলাররা নিজ নিজ প্রান্তে তিনটি উইকেট পুঁতে খেলে।

ইংল্যান্ডকে ক্রিকেট খেলার জনক বলা হয়। সম্ভবত এই খেলাটি শুরু হয়েছিল ১৬ শতকে। তবে আনুষ্ঠানিকভাবে ১৮৭৭ সালে একটি ক্রিকেট ম্যাচ হয়েছিল। তখন শুধু টেস্ট ফরম্যাটেই খেলা হত। প্রথম ম্যাচটি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে খেলা হয়। এরপর অনেক দেশের দল তৈরি হয়।

বর্তমানে প্রধানত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই খেলায় আধিপত্য বিস্তার করেছে। ক্রিকেটের নিয়মগুলি প্রথমে ১৭৪৪ সালে লেখা হয়েছিল এবং পরে ক্রিকেটের নিয়ম-কানুনের জন্য মেরিলিবোন ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই এমসিসি ক্রিকেট আইনের রক্ষক হয়ে ওঠে ও নিয়মগুলির সংশোধন করে আসছে।

এবার জেনে নেওয়া যাক, ক্রিকেট খেলায় তিনটি উইকেট কেন থাকে বা এর পিছনের রহস্য কি? আসলে ক্রিকেট শুরুর আদি লগ্নে কেবল দুটি উইকেট পুঁতেই খেলা হত। কিন্তু দুটি উইকেটের মাঝে ব্যবধান থাকায় কখনো কখনো বলটি উইকেটের মধ্য দিয়ে চলে যেত এবং এই পরিস্থিতিতে ব্যাটসম্যানও আউট হয়েছে কিনা বুঝতে পারত না।

যেহেতু সেইসময় বর্তমানের মত আধুনিক টেকনোলজি বা ক্যামেরা ছিল না, যা রিপ্লাই-এর মাধ্যমে দেখানো যায়। তাই এটির সংশোধন করা হয় এবং তখন থেকে দুটি উইকেটের পরিবর্তে মাঝে আরও একটি উইকেট অর্থাৎ তিনটি উইকেট নিয়ে খেলা শুরু হয়। এরফলে ব্যাটসম্যান বোল্ড হলে বলটি কোনো না কোনো উইকেটে আঘাত করতো এবং সেই থেকেই তিনটি উইকেট নিয়ে খেলা হয়ে আসছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে