শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০২:৪০

শার্টের বোতাম মেয়েদের বামদিকে আর ছেলেদের ডানদিকে কেন?

শার্টের বোতাম মেয়েদের বামদিকে আর ছেলেদের ডানদিকে কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ক্ষেত্রেই সমানভাবে পাল্লা দিচ্ছে। এইসময় ইউনিসেক্স ফ্যাশনের চল রয়েছে, এর মানে হলো এমন পোশাক যা পুরুষ এবং নারী উভয়ই পরতে পারেন। চশমা থেকে শুরু করে জিন্স এবং আরও অনেক ধরনের পোশাকই ইউনিসেক্স।

আগে কেবল পুরুষদেরকেই শার্ট পরতে দেখা যেত, কিন্তু বর্তমানে নারীরাও শার্ট পরছে। তবে এই দুই শার্টের মধ্যে খুব একটা পার্থক্য না হলেও, বোতামের বড় পার্থক্য রয়েছে। যেখানে পুরুষদের বোতাম ডানদিকে থাকে সেখানে মহিলাদের বাঁদিকে থাকে। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে।

ইতিহাসের কথা বললে, পুরুষরা তাদের ডান হাতে তলোয়ার ধরতো এবং মহিলারা তাদের বাম হাতে তলোয়ার ধরতেন। এই অবস্থায় মহিলারা তাদের সন্তানকে বাম দিকে ধরে থাকতেন এবং বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য তাদের শার্টের বোতাম খুলতে ডান হাত ব্যবহার করতে সুবিধা হত।

কথিত আছে, বিখ্যাত যোদ্ধা নেপোলিয়নের আদেশেই মহিলাদের শার্টের বোতাম বাম পাশে রাখা হয়েছিল। জানা যায়, নেপোলিয়ন সবসময় তার একটি হাত জামায় রাখতেন। অনেক মহিলা তাকে অনুকরণ করতে শুরু করে। এমনটা যাতে না হয় সেইজন্য মহিলাদের শার্টে বাম দিকে বোতাম লাগানোর আদেশ জারি করেন।

বলা হয়, আগের যুগে নারীরা উভয় পা একই পাশে ঝুলিয়ে ঘোড়ায় চড়তেন। এমতাবস্থায়, বাঁ দিকে বোতাম করা হলে, বাতাস তার শার্ট ভিতরে নিয়ে যেত এবং বিপরীত দিকে এগোতে সহায়তা করত। এ ছাড়া কোনও কোনও বিশেষজ্ঞ বলছেন, নারী ও পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য তৈরি করতে শার্টের বোতামগুলো ভিন্ন ভিন্ন দিকে লাগানো হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে