মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪০:২৩

পৃথিবীর অদ্ভুত সেই ৬ প্রাণী

পৃথিবীর অদ্ভুত সেই ৬ প্রাণী

এক্সক্লুসিভ ডেস্ক: মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ১৮ হাজার মাকলুকাত পাঠিয়েছেন। কিন্তু আমরা সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে কতটুকু জানি। আমাদের দেখা বা জানার বাহিরে অসংখ্য প্রাণী আছে পৃথিবীর স্থলভাগ কিংবা জলের অভ্যন্তরে।

এই সৃষ্টির মধ্যে পৃথিবীতে এমন কিছু অদ্ভুত প্রাণীর দেখা পাওয়া যায়। যারা খুব সহজে নিজেদের রূপ পরিবর্তন করে ছদ্মবেশ ধারণ করতে পারে। আবার কোন প্রাণী হবুহু অন্য প্রাণীর মতো দেখতে। ঠিক এই রকম কিছু অদ্ভুদ প্রাণীদের মধ্যে নিচে ৬টি প্রাণীর বর্ণনা দেয়া হলো।

প্যাকু মাছ: প্যাকু মাছ সাধারণত অ্যামাজন অঞ্চলে এবং পাপুয়া নিউ গিনিতে পাওয়া যায়। এই মিঠাপানির মাছ। সাধারণত ফল, সুপারি আর ছোট মাছই এগুলোর খাদ্য তালিকায় থাকে। কিন্তু জানা যায়, মানুষের (পুরুষ) শুক্রাশয় বা অ-কোষ এ মাছের অত্যন্ত প্রিয় খাবার।

ওকাপি: জিরাফ সমগোত্রীর প্রাণী ওকাপি। এটি দেখতে প্রায় জেব্রার মতো।এই প্রাণীটি সাধারণত কঙ্গোতে বেশি দেখা যায়।

পাইয়ুরা চিলেন্সিস: পাইয়ুরা চিলেন্সিস দেখতে একেবারই সাধারণ পাথরের মতো হলেও এগুলোর জীবন আছে। এই জীবন্ত পাথরটি যেমন খাবার খায় তেমনি চলাফেরাও করে। এদের সাধারণত পেরু ও চিলির উপকূলে বেশি দেখতে পাওয়া যায়। এর সাধারণত উভলিঙ্গ প্রাণী। প্রতিটি পাইয়ুরার মধ্যে পুরুষ ও স্ত্রী জনন অঙ্গ থাকে।

পান্ডা ভিমরুল:  এই প্রাণীট দেখতে পিঁপড়ার মতো হলেও এগুলো আসলে মারাত্বক ভিমরুল। এদের কোন পাখা নেই ফলে অনেকেই ভুল করে পিঁপড়া বলে। থাকায়্

লিফ টেইলড গ্যাকু: এই প্রাণীটি ছদ্মবেশ ধারণে পটু। এরা দেখতে গাছের মতো বিন্তু আসলে গাছ নয়। এর শুকনো পাতার রং ধারণ করতেও পারে। সাধারণত আফ্রিকান অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়।

অ্যাংকুলি ওয়াটসুই: অফ্রিকা অঞ্চলের এই প্রাণীটি দেখতে হবুহু গরুর মতো। এদের বড় বড় শিং আছে। লম্বায় শিং গুলো একটি প্রাপ্ত বয়স্ক মানুষের চেয়ে বড় হয়ে থাকে। দেখতেও খুব সুন্দর ও আকর্ষণীয়। সূত্র: ললওত

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে