এক্সক্লুসিভ ডেস্ক : ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন করা হয়, যা শুনে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। তবে ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এর জন্য একাগ্রতা ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যাইহোক বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে করা কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ কোন ফলের মধ্যে সমস্ত রকমের ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ আসলে পেঁপে হল এমন একটি ফল, যার মধ্যে প্রায় সমস্ত রকমের ভিটামিন থাকে।
২) প্রশ্নঃ হৃদরোগ সনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ইলেকট্রোকার্ডিওগ্রাফ নামক যন্ত্র দ্বারা হৃদরোগ সনাক্ত করতে ব্যবহার করা হয়।
৩) প্রশ্নঃ উত্তরপ্রদেশ রাজ্যের মুঘলসরাই রেলওয়ে স্টেশনের নতুন নাম কী?
উত্তরঃ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যা পূর্বে মুঘলসরাই জংশন নামে পরিচিত ছিল।
৪) প্রশ্নঃ বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশ পশ্চিমবঙ্গে কোন জেলা নামে পরিচিত?
উত্তরঃ আসলে এই অংশটি পুরুলিয়া জেলা নামে পরিচিত।
৫) প্রশ্নঃ এশিয়ার সবচেয়ে বড় সবজি বাজার কোথায় অবস্থিত?
উত্তরঃ এশিয়ার সবচেয়ে বড় সবজির বাজার ভারতের দিল্লি শহরে আজাদপুরে অবস্থিত, আর এখানকার বাজারের আয়তন প্রায় ৯০ একর।
৬) প্রশ্নঃ মানুষের শরীরে থাকা হাড়গুলি কত বছরের পর থেকে দুর্বল হতে শুরু করে?
উত্তরঃ ৪০ বছর বয়স পেরোনোর পর মানুষের শরীরে থাকা হাড়গুলি ধীরে ধীরে দুর্বল হতে থাকে।
৭) প্রশ্নঃ জানেন কোন গ্রহকে রাতের আকাশে লাল রঙের দেখায়?
উত্তরঃ আসলে মঙ্গল গ্রহকে রাতের আকাশে লাল রঙের দেখায়।
৮) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে বড় স্কুলটি ভারতের লখনৌতে অবস্থিত, যার নাম সিটি মন্টেসরি স্কুল।
৯) প্রশ্নঃ এমন কোন পাখি কুমিরকে গিলে ফেলতে পারে?
উত্তরঃ শোবিল নামক পাখিটি কুমিরকে গিলে ফেলতে পারে। আসলে এই পাখিটি সারস প্রজাতির পাখি।
১০) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলে বা মেয়ে যতই পরিষ্কার করুক না কেন কালোই থাকবে?
উত্তরঃ স্কুলের ব্ল্যাক বোর্ড