এক্সক্লুসিভ ডেস্ক : ফোন যেখানে-সেখানে চার্জ দিতে বসিয়ে দেন? সাবধান। বড় বিপদ হতে পারে। কয়েক মিনিটে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেকেই পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করেন না। ফলে রাস্তায় চার্জ শেষ হলে খুঁজতে হয় পাবলিক চার্জিং স্পট। তবে যে কোনও জায়গায় ফোন চার্জ দেওয়ার আগে সাবধান।
জংশন রেল স্টেশন, বিমানবন্দরের মতো জায়গায় এই পাবলিক চার্জি স্পট থাকে। সেখানে মাল্টি পোর্ট দেওয়া থাকে। অনেকেই সেখানে চার্জ দেন।
এই বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশিত হয়েছে। আজকের দিনে হ্যাকাররা প্রতারণার কোনও সুযোগ হাতছাড়া করে না। ইউএসবি চার্জিং স্টেশনগুলিকে ম্যালওয়্যার ইনজেক্ট করা হয় অনেক ক্ষেত্রে। কেউ সেগুলি ব্যবহার করে ডেটা চুরি করতে পারে।
তবে সব পাবলিক চার্জিং পোর্ট-এ এমনটা হয়, তা নয়। কিন্তু এসব জায়গায় চার্জ দেওয়ার আগে সজাগ থাকাটা দরকার। এই ধরণের সাইবার ক্রাইম-কে জুস জাকিং বলে। বহু হ্যাকার এভাবে পাবলিক চার্জিং পোর্ট থেকে ডেটা চুরি করে।
USB একদিকে যেমন চার্জিং-এর জন্য ব্যবহৃত হয়, তেমনই এর সাহায্যে ডেটা ট্রান্সফার করা যায়। এই USB হ্যাকারদের হাতিয়ার জুস জাকিং-এর ক্ষেত্রে।