বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ০৮:১৪:১৮

জানেন X-Ray এর আবিষ্কর্তা কে?

জানেন X-Ray এর আবিষ্কর্তা কে?

এক্সক্লুসিভ ডেস্ক : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না এবং আপনিও জানেন। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। তাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে গেলে নিয়মিত সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানার প্রয়োজন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ জানেন X-Ray এর আবিষ্কর্তা কে?
উত্তরঃ বিজ্ঞানী উইলহেম রন্টজেন ১৮৯৫ সালে X-Ray এর আবিষ্কার করেন।

২) প্রশ্নঃ কোন দেশ আমেরিকাকে ‘স্ট্যাচু অফ লিবার্টি’ উপহার দিয়েছিল?
উত্তরঃ ১৮৮৬ সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে ‘স্ট্যাচু অফ লিবার্টি’ উপহার দিয়েছিল।

৩) প্রশ্নঃ পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।।

৪) প্রশ্নঃ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত।

৫) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি কোন নদীর তীরে নির্মিত হয়েছে?
উত্তরঃ ভাগীরথী নদীর তীরে নির্মিত হয়েছে তেহরি বাঁধ, এটি উত্তরখণ্ডে অবস্থিত। যার দৈর্ঘ্য ৫৭৫ মিটার।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে কুকি উপজাতির মানুষ বসবাস করে?
উত্তরঃ মণিপুরে কুকি উপজাতির মানুষ বসবাস করে।

৭) প্রশ্নঃ কোন নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত?
উত্তরঃ সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত।

৮) প্রশ্নঃ লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া-র উদ্ভব ঘটেছে কোন রাজ্যে?
উত্তরঃ গুজরাটের লোকনৃত্য ডান্ডিয়া নামে পরিচিত।

৯) প্রশ্নঃ জোজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে?
উত্তরঃ লে ও শ্রীনগরকে যুক্ত করেছে জোজিলা পাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে