এক্সক্লুসিভ ডেস্ক : শখের আইফোন হারিয়ে গেলে কতটা কষ্ট হয় তা বলে বোঝানো সম্ভব নয়। তবে যে সাধের আইফোনটি হাইয়েছে সেজন্য খারাপ লাগে না বরং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিগত ছবি, ভিডিও, ফাইল হারিয়ে যায়। যার জন্য পরে বেশ ঝামেলা পোহাতে হয়।
তবে হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পেতে পারেন খুব সহজেই। এজন্য সেটিংসে সামান্য একটু পরিবর্তন আনতে হবে। আইফোনের তিনটি ফিচার চালু করলেই আপনি ফোন চুরি হওয়ার চিন্তা থেকে মুক্তি পাবেন। তবে কাজটি চুরি হওয়ার আগেই করতে হবে। এই ফিচারগুলো আইফোনে অন থাকলে আপনার ফোন হারিয়ে গেলে তা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। এজন্য-
>> আপনার আইফোনের সেটিংসে যান।
>> তারপর আইডি এবং পাসকোড লক হয়ে গেলে, তা আপনার থেকে একটি অ্যাক্সেস চাইবে। সেটি অ্যাক্সেপ্ট করে নিন।
>> এরপর কন্ট্রোল সেন্টার এবং অ্যাক্সেসরিজ অপশনে ক্লিক করুন।
হারানো আইফোনের লোকেশন জানতে-
>> আপনার আইফোনের সেটিংস অপশনে গিয়ে আপনার নামের উপর ক্লিক করুন।
>> এরপর ফাইন্ড মাই আইফোন অপশনে ক্লিক করুন।
>> ফাইন্ড মাই আইফোন অপশনে ক্লিক করার পর ফাইন্ড মাই নেটওয়ার্কে ক্লিক করুন। সেখান থেকে সেন্ড লাস্ট কোলেশনে ক্লিক করুন।
সূত্র: মেক ইউজ অব