শুক্রবার, ০৬ অক্টোবর, ২০২৩, ০৭:৪১:০৯

এমন কোন জিনিস যা আপনি শুধু অন্ধকারেই দেখতে পাবেন!

এমন কোন জিনিস যা আপনি শুধু অন্ধকারেই দেখতে পাবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষায় সফল হলেও ইন্টারভিউ ক্লিয়ার করা বেশ কঠিন বলে মনে করা হয়। কারণ এই সময় যারা ইন্টারভিউ নেন তারা এমন কিছু উদ্ভট প্রশ্ন করে বসেন, যা শুনে অনেকেই অবাক হয়ে যায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি?
উত্তরঃ কেরালা একমাত্র রাজ্য যেখানে পুরুষের তুলনায় নারী সংখ্যা বেশি। আর হরিয়ানায় নারীর সংখ্যা সব থেকে কম।

২) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ ডক্টর বি আর আম্বেদকর ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী

৩) প্রশ্নঃ যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যোগ জলপ্রপাতটি কর্ণাটক রাজ্যের সরাবতী নদীতে অবস্থিত।

৪) প্রশ্নঃ মিকির উপজাতি কোন রাজ্যে দেখা যায়?
উত্তরঃ অসম রাজ্যে মিকির উপজাতি দেখা যায়।

৫) প্রশ্নঃ চারমিনার (Charminar) কোথায় অবস্থিত এবং কে নির্মাণ করেন?
উত্তরঃ চারমিনার ভারতের তেলঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত। ১৫৯১ খ্রিস্টাব্দে এটি কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন।

৬) প্রশ্নঃ অলিম্পিকের পাঁচটি রিং এর মধ্যে আমেরিকার পরিচয় বহন করে কোন রং?
উত্তরঃ লাল রংটি আমেরিকার পরিচয় বহন করে। এছাড়া এশিয়ার হলুদ, ইউরোপের নীল আর আফ্রিকার কালো এবং অস্ট্রেলিয়ার সবুজ।

৭) প্রশ্নঃ জানেন টেলিফোন কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপকের নাম কী?
উত্তরঃ ভারতীয় হিসেবে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৯) প্রশ্নঃ সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন অংশটিকে?
উত্তরঃ ক্যানিং-কে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যা আপনি শুধু অন্ধকারেই দেখতে পাবেন?
উত্তরঃ আসলে, সেই জিনিসটি অন্ধকার, যা আপনি কেবল অন্ধকারেই দেখতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে