মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৫:৩৭

শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলবে পাঁচ বছরেই

শ্বাসকষ্ট থেকে মুক্তি মিলবে পাঁচ বছরেই

এক্সক্লুসিভ ডেস্ক : শ্বাসকষ্টে ভুগছে লাখ লাখ মানুষ।  শ্বাসকষ্টের কারণে খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিয়মিত কাজগুলো করা সম্ভব হয় না, যাদের আছে এ রোগ।  চিকিৎসায় সাময়িক এ রোগ নিরাময় হলেও তা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব হয়ে উঠে না।

সম্প্রতি যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি ও কিংস কলেজ লন্ডন এক গবেষণায় শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়তে সক্ষম এমন কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছে, যা আগামী পাঁচ বছরের মধ্যে প্রয়োগ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।  

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টেলিগ্রাফ।

গবেষকরা জানিয়েছেন, মূলত শ্বাসকষ্টের কারণ নির্ণয় করতে গিয়েই এ পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা।  শ্বাসনালীর কিছু কোষ দূষণের কারণে স্ফীত হয়।  এতে সরু হয়ে আসে বায়ু চলাচলের পথ।  এতে শ্বাসকষ্ট শুরু হয়।

তারা জানান, শ্বাসকষ্টের কারণ হিসেবে যে কোষগুলো স্ফীত হয়, তাদের নিষ্ক্রিয় করতে ওষুধ এরই মধ্যে ব্যবহৃত হচ্ছে।  কিন্তু এ কারণ দূর করার স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হয়নি।

গবেষকরা জানিয়েছেন, গবেষণায় এবার যে তথ্য পাওয়া গেছে তা ব্যবহার করে শ্বাসকষ্টের স্থায়ী সমাধান করা সম্ভব।  গবেষকদের একজন প্রফেসর ড্যানিয়েলা রিকার্ডি বলেন, গবেষণায় যা পাওয়া গেছে তা সত্যিই আগ্রহউদ্দীপক।

এক্ষেত্রে গবেষকরা ক্যালসিলিটিক্স নামে একটি ওষুধ নিয়ে খুবই আশাবাদী। তারা জানান, ওষুধটি গবেষণায় যদি নিরাপদ প্রমাণিত হয় তাহলে তা ব্যবহার করে শ্বাসকষ্ট সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হবে।  এ গবেষণার ফলাফল আগামী পাঁচ বছরের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে