এক্সক্লুসিভ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় আজকাল নানান ধরনের পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি। তবে এর সমাধান করার জন্য আপনার বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ দক্ষতা ও বিচক্ষণতার প্রকাশ পাওয়া যায়। এগুলি আইকিউ লেভেল কতটা ভালো তা পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়।
এই প্রতিবেদনে তেমনি একটি মজার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছেন ফোনবুথে একটি ছেলে রয়েছে। পাশাপাশি ছবি দুটি দেখে একই মনে হলেও, এর মধ্যে এমন তিনটি পার্থক্য রয়েছে যা আপনার দৃষ্টি বিভ্রান্ত হতে পারে। আর যারা ১১ সেকেন্ডের মধ্যে ওই পার্থক্যগুলি খুঁজে পাবেন, মানতেই হবে তাদের দৃষ্টি শক্তি খুবই প্রখর।
এখন আপনি কি চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত? তাহলে চটপট খুঁজে বলুন ওই ছবিতে থাকা পার্থক্য গুলি কি কি রয়েছে। দাবি করা হয়েছে, যাদের দৃষ্টিশক্তি তীক্ষ্ণ কেবল তারাই নির্ধারিত সময়ের মধ্যে ওই ছবিতে লুকিয়ে থাকা পার্থক্যগুলি সনাক্ত করতে সক্ষম হবেন।
এখন আপনিও আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেকে জিনিয়াস প্রমাণ করতে পারেন। আসলে, এই ধরনের ছবিগুলি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হয় এবং এর মাধ্যমে বোঝা যায় কার দৃষ্টিশক্তি বা পর্যবেক্ষণ ক্ষমতা কতটা ভালো। সময় প্রায় শেষের দিকে আপনি কি পার্থক্যগুলি খুঁজে পেয়েছেন?
আপনার ক্ষেত্রে যদি পার্থক্য গুলি খুঁজে বের করা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা নিচে লাল মার্ক করে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন যে কয়েকটি পার্থক্য রয়েছে।
আসলে, ছবিতে থাকা প্রথম পার্থক্যটি হলো, ছেলেটির ডান হাতের নিচে ওই টেলিফোনের বিশেষ বোতামটি। দ্বিতীয় পার্থক্যটি হলো রিসিভারের নিচের কভার আর তৃতীয় পার্থক্য হল ছেলেটির ডানদিকের পকেটের অংশ। তবে ইতিমধ্যেই যারা খুঁজে পেয়েছেন তাদের অনেক অভিনন্দন এবং তাদের জিনিয়াস বললেও ভুল হবে না।