আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক বিদেশী সারা বছর এদেশে ভিড় করেন। এদেশে অসংখ্য নদনদী, পাহাড় পর্বত রয়েছে। এর পাশাপাশি অনেক জলপ্রপাতও রয়েছে যেগুলি তাদের সৌন্দর্যের কারণে বিখ্যাত। আজ এই প্রতিবেদনে এমনই একটি জলপ্রপাতের সম্পর্কে বলা হয়েছে যার জল নিচে নামে না, বরং উপরের দিকে উঠে যায়।
আপনি যদি জলপ্রপাত দেখে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার বিপুল জলরাশি নিচের দিকে ঝরে পড়ে। কিন্তু ভারতবর্ষে এমনই একটি জলপ্রপাত রয়েছে যার জল উপরের দিকে উঠে যায়। এই অনন্য জলপ্রপাতটি মহারাষ্ট্রের নানেঘাট জলপ্রপাত নামে বিখ্যাত। এটি কোন কোঙ্কন সৈকত ও জুন্নার নগরের মধ্যে অবস্থিত।
আপনি যদি মুম্বাই থেকে নানেঘাট জলপ্রপাত যান, তবে এই জলপ্রপাত টি প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং পুনে থেকে যান তবে এটি ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটিকে বিপরীত জলপ্রপাতও বলা হয়। এই জলপ্রপাতটির জলের উৎসব মূলত নানেঘাটের পাহাড় থেকে।
এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্ষার সময় এর চারপাশে প্রচুর মানুষ ভিড় করে। আসলে এর আশ্চর্যজনক বিশেষত্বের কারণে মানুষের কাছে খুবই বিখ্যাত হয়ে উঠেছে এই জলপ্রপাত। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন এই জলপ্রপাত নিচের দিকে না গিয়ে উপরের দিকে বয়ে যায়।
আমরা সবাই জানি যে উপর থেকে পড়ার জিনিস সব সময় মাটিতে পড়ে, কিন্তু নানেঘাট জলপ্রপাত এই নিয়ম ভঙ্গ করেছে। এই জলপ্রপাতটি তার উচ্চতা থেকে পড়ার পরেও উপরের দিকেই ফিরে যায়। এ কারণে দূর-দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসেন। বিজ্ঞানীদের মতে, এই জায়গায় বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় যার কারণে জল বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচের থেকে নেমে আসা জল আবার উপরের দিকে উঠে যায়।