এক্সক্লুসিভ ডেস্ক : আপনি নিশ্চয়ই চাঁদ সম্পর্কে অনেক ছড়া বা গান শুনে থাকবেন, যেখানে চাঁদকে মামা বলে সম্বোধন করা হয়েছে। কিন্তু আমরা ছোট থেকেই চাঁদকে যে মামা বলে ডেকে আসি, কখনো ভেবেছেন কি চাঁদকে মামা বলা হল কেন? অন্য কিছুও তো হতে পারতো? এর পিছনে একটি বিশেষ কারণ লুকিয়ে রয়েছে।
আসলে বিষয়টি হিন্দু পুরাণের সঙ্গে সম্পর্কিত। যে সময়ে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন চলছিল সেই সময় সমুদ্রের ভিতর থেকে বহু উপাদান বেরিয়ে আসতে থাকে। এই উপাদানগুলির মধ্যে ছিল মা লক্ষ্মী, বারুণী, চাঁদ এবং বিষ। সমুদ্র মন্থনকালে মা লক্ষ্মী বেরিয়ে এসে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন।
হিন্দু পুরাণ মতে, দেবী লক্ষীকে মা হিসেবে সম্বোধন করা হয়। তাই সমুদ্র মন্থনের পর যেসব উপাদান বেরিয়ে আসে মা লক্ষ্মীর ছোট ভাই বা ছোট বোন হিসেবে বিবেচনা করা হতো। এবার সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষীর পর চাঁদের উদ্ভব হয়েছিল, তাই তাকে মা লক্ষ্মীর ছোট ভাই হিসেবে বিবেচনা করা হয়।
এখন যেহেতু আমরা সবাই দেবী লক্ষ্মীকে মা বলে মনে করি, সেই কারণেই চাঁদ আমাদের সকলের মামা হয়েছিলেন। আর এই কারণেই প্রতিটি ভারতীয় চাঁদকে দেবী লক্ষীর ভাই অর্থাৎ মামা বলে ডাকতে শুরু করে।
এছাড়াও চাঁদকে মামা বলে ডাকার পেছনে আরেকটি কারণ রয়েছে। আসলে, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে এবং ভাইয়ের মতো দিনরাত তার সাথে থাকে। এবার যেহেতু পৃথিবীকে আমরা ‘মা’ (Mother) বলে মনে করি, তাই এমন পরিস্থিতিতে তার ভাই অর্থাৎ চাঁদও আমাদের মামা হচ্ছে। তাই চাঁদকে আমরা সবাই মামা বলে ডাকি।