এক্সক্লুসিভ ডেস্ক : গুগল ম্যাপ ব্যবহার করে আপনি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব এবং দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত প্রায় সব স্থানের সন্ধান পেয়ে যাবেন। তবে এই দুনিয়ায় এমন কিছু ভয়ঙ্কর এবং হতবাক করে দেয়ার মত স্থান রয়েছে যা গুগল ম্যাপ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এরকম কয়েকটি স্থান নিয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে।
যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় একটি বিশাল বাঙ্কার রয়েছে। এই বাঙ্কার তৈরির মূল উদ্দেশ্য হলো পরমাণু যুদ্ধের সময় সুরক্ষা পাওয়া। ভবিষ্যতে যদি পরমাণুর যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র আক্রান্ত হয় তাহলে এ বাঙ্কার এর মধ্যে যারা অবস্থান করবে তারা সুরক্ষিত থাকবে।
তাছাড়া ওই দেশের মিলিটারির অনেক জরুরি কার্যক্রম এই স্থান থেকে সংঘটিত হয়ে থাকে। আপনি এটিকে আন্ডারগ্রাউন্ড প্যান্টাগন বলতে পারেন। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারে না এবং এখানে কি বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয় সে সম্পর্কে জিজ্ঞাসা করা নিষেধ।
গুগল ম্যাপ অনুযায়ী আরো একটি ভয়ংকর জায়গা হল ilha quemado grand। আটলান্টিক মহাসাগরের উপকূলে ব্রাজিল অবস্থিত এ দ্বীপ। এই ছোট্ট দ্বীপে হাজার হাজার বিষধর সাপ বসবাস করে থাকে। সে তালিকায় রয়েছে সোনালী রঙের পিট ভাইপার সাপ।
আপনি জেনে অবাক হবেন যে, এটির থেকে বিষধর সাপ গোটা লাতিন আমেরিকায় খুঁজে পাওয়া যাবে না। তবে বাজপাখির প্রিয় খাবার হওয়ায় এসবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ দ্বীপের বাইরে পিট ভাইপার সাপের প্রজাতিটির সংখ্যা খুবই কম। প্রতি বর্গ কিলোমিটারে একটি করে এ প্রজাতির সাপ আপনি দেখতে পাবেন।
যুক্তরাষ্ট্রের bohimia grove হল আরও একটি ভয়ংকর জায়গা। ২৭০০ হেক্টর জায়গা জুড়ে এটি বিস্তৃত রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে প্রত্যেক বছরের জুলাই মাসে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে এখানে অনেকেই মিটিং করেন। এদের মধ্যে কেউ সঙ্গীতশিল্পী অথবা বিভিন্ন পেশার সেলিব্রেটি। প্রায় এক থেকে দুই সপ্তাহ ধরে চলা মিটিং এ কি নিয়ে আলোচনা হয় এবং কি কি কার্য সম্পাদিত হয় তা কেউ জানে না। এ ধরনের ক্যাম্পেইনে নারীরা প্রবেশ করতে পারে না।
উত্তর সাগরের নরওয়ের কাছাকাছি অঞ্চলে বিশাল Svalbard Global Seed Vault রয়েছে। এখানে প্রায় ২৫ কোটি টন খাদ্যশস্য মজুদ রাখা হয়েছে। পৃথিবীতে যেদিন চরম খাদ্য সংকট দেখা দিবে সেদিন এখানের খাদ্য কাজে লাগানো হবে। নরওয়ের অর্থে এটি তৈরি করা হয়েছে।