বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১২:৪৫:০৭

মহাকাশযানে পেট্রোল বা ডিজেল নয়, কোন তেল ব্যবহার করা হয় জানেন?

মহাকাশযানে পেট্রোল বা ডিজেল নয়, কোন তেল ব্যবহার করা হয় জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : যে সকল ছাত্র-ছাত্রীরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তু দিচ্ছেন তাদের অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত।

এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের মত পরীক্ষাগুলিতে বেশিরভাগ এই ধরনের প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ গেটওয়ে অফ ইন্ডিয়া (মুম্বাই) কবে নির্মিত হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে।

২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে উৎকৃষ্ট মানের চা উৎপাদন কোথায় হয়?
উত্তরঃ দার্জিলিং এর চা জগত বিখ্যাত।

৩) প্রশ্নঃ ভারতে রেল ইঞ্জিন তৈরির প্রাচীনতম কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ চিত্তরঞ্জনে।

৪) প্রশ্নঃ কৃষিকাজকে শিল্প হিসেবে মর্যাদা দিয়েছে প্রথম কোন রাজ্যটি?
উত্তরঃ মহারাষ্ট্র।

৫) প্রশ্নঃ ভারত বিশ্বের কত শতাংশ পাটজাত পণ্য তৈরি করে?
উত্তরঃ ৩৫ শতাংশ।

৬) প্রশ্নঃ কাশ্মীরে কে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ সুহাদেব (১৩০১ সাল)।

৭) প্রশ্নঃ গোয়া কবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়?
উত্তরঃ ১৯৮৭ সালের ৩০শে মে।

৮) প্রশ্নঃ ভারতের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগকে কী বলা হয়?
উত্তরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ IPL।

৯) প্রশ্নঃ ভারতে লাইসেন্স পাওয়ার বয়স কতো?
উত্তরঃ ১৮ বছর।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে?
উত্তরঃ উত্তর প্রদেশ (৮টি)।

১১) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম রেলওয়ে অঞ্চল কোনটি?
উত্তরঃ উত্তর ভারতীয় রেলওয়ে।

১২) প্রশ্নঃ গত ১০০ বছরে কতগুলি মহামারি (Pandemics) হয়েছে?
উত্তরঃ গত ১০০ বছরে ৫টি মহামারী দেখা দিয়েছে। ১৯১৮ সাল, ১৯৫৭ সাল, ১৯৬৮ সাল, ২০০৯ সাল এবং ২০১৯ সাল।

১৩) প্রশ্নঃ ১৯২০ সালে কোন মহামারীতে বিপর্যস্ত হয়েছিল গোটা বিশ্ব?
উত্তরঃ ১৯১৮-২০ সালে ‘স্প্যানিশ ফ্লু’ মহামারী বিশ্বব্যাপী ব্যাপক মৃত্যুর কারণ হয়েছিল।

১৪) প্রশ্নঃ ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাষা আছে?
উত্তরঃ ২২টি।

১৫) প্রশ্নঃ মহাকাশযানে পেট্রোল বা ডিজেল নয়, কোন তেল ব্যবহার করা হয় জানেন?
উত্তরঃ মহাকাশযানের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন বা লিকুইড হাইড্রোজেন ব্যবহৃত হয়। এটি পৃথিবীর দ্বিতীয় শীতলতম তরল পদার্থ। এর তাপমাত্রা -২৫২.৮ ডিগ্রি সেলসিয়াস। চন্দ্রযান-৩ এও একই জ্বালানি ব্যবহার করা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে