এক্সক্লুসিভ ডেস্ক : ক্যান্সার আক্রান্ত শিশু ফারিস দানি শমালয়েশিয়ার এক হাসপাতালের বেডে শুয়ে কাতড়াচ্ছিল। নিজের চারপাশে পুলিশ কর্মকর্তাদের দেখে তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে।
তার ইচ্ছে জাগে পুলিশ অফিসার হওয়ার। দানির ইচ্ছে পূরণ করতে তাকে পুলিশের পোশাক পরিয়ে দেয়া হয়। এরপর হুইল চেয়ারে তুলে তাদের গাড়িতে করে হাসপাতালের কুয়ালালামপুরের মালয়া মেডিকেল সেন্টারের চারপাশে চক্কর দেয়া হয়। গাড়িতে দানির সঙ্গে ছিলেন তার মা আজলিন্দা সুকারনি (৩৯)।
আজলিন্দা জানান, দানির স্বপ্ন ছিল বড় হয়ে সে পুলিশ অফিসার হবে। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। যখন দানি জানতে পারলো সেলানগোর থানার ইন্সপেক্টর জেনারেল খালিদ আবু বকর চলতি সপ্তাহে হাসপাতালে আসছেন, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়।
দানির স্বপ্নের কথা জানার পর এগিয়ে আসেন পুলিশ কর্মকর্তা খালিদ। তিনি কয়েক ঘণ্টার জন্য তাকে পুলিশ অফিসার হওয়ার সুযোগ দেন। তাকে সিলনগোরের থিমপার্ক ‘সানওয়ে লেগুনে’ নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল খালিদের।
কিন্তু দানির শরীরের অবস্থা ভালো না থাকায় এতদূর নিয়ে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকরা। তাই দানিকে পুলিশের পোশাক পরিয়ে হাসপাতালের আশপাশেই গাড়িতে করে ঘোরানো হয়। এ সময় দানি আনন্দে আত্মহারা হয়ে যায়।
উল্লেখ্য, ভারতের জয়পুরে কিডনী সমস্যা আক্রান্ত ১০ বছরের গিরিশ শর্মা
চলতি বছরের এপ্রিলে নতুন পুলিশ কমিশনার হিসেবে অফিসে যোগ দিয়েছিল। একদিনের জন্য পুলিশ কমিশনারের পদে বসেছিল গিরিশ। তাকে শুরুতে গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানানো হয় কমিশনারের দফতরে। তারপর সে কমিশনারের চেম্বারে গেলে, তাকে চেয়ার এগিয়ে দেয় জয়পুরের বর্তমান পুলিশ প্রধান। তার ইচ্ছা পূরণ করেন তিনি।