মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৪৯:৪৯

এশিয়ার সর্ববৃহৎ আমগাছ বাংলাদেশে

এশিয়ার সর্ববৃহৎ আমগাছ বাংলাদেশে

এক্সক্লুসিভ ডেস্ক: দূর থেকে দেখলে মনে হয় বিস্তির্ন আম বাগান। কাছে গেলেই রীতিমত অবাক না হয়ে পারায় যায় না। আমগাছ কি এতো বিশাল হতে পারে! একটি মাত্র আমগাছ অথচ তিন বিঘা জমিতে বিছিয়ে দিয়েছে তার দেহখানা। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা বড়ই কঠিন।  

সত্যিই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের এই গাছটি মানুষের কল্পনাকেও হার মানাবে। আর তাইতো এই বিশাল দৈত্যকে এক নজর দেখতে প্রতিদিনই এখানে ভীড় করে হাজারো মানুষ। শুধু কি তাই বিষ্ময়ের সীমা ছাড়ানো গাছটি দেখতে দেশের বাইরে থেকেও আসছে উৎসূক দর্শনার্থী।
বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি কর্মকর্তার মতে 'সূর্যপুরী' নামের এই আমগাছটি এশিয়ার সর্ববৃহৎ আমগাছ।
চমৎকার স্বাদে ভরা আম একবার যে খেয়েছে সে কখনও ভুলতে পারবে না এই সূর্যপুরীকে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে