এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীতে এমন দেশ আছে যাদের পাসপোর্ট তৈরির ব্যয় খবই কম। আবার এমন দেশও আছে যাদের পাসপোর্ট তৈরির ব্যয় ও ভোগান্তি দুটোই অনেক বেশি। আবার পৃথিবীতে এমনও দেশ রয়েছে যাদের নাগরিকরা কোন রকম ভিসা ছাড়াই শুধু তার পাসপোর্ট ব্যবহার করে ঘুরে আসতে পারে কমপক্ষে ১৭৪ টি দেশ।
সম্প্রতি বিমানের টিকিট বুকিং দেয়ার ওয়েবসাইট গো-ইউরো এমন ৫১টি দেশের তালিকা দিয়েছে যাদের পাসপোর্ট দিয়ে কোনওরকম ভিসার আবেদন না করেই বহু দেশ সফর করা যায়। পাশাপাশি কোন দেশের পাসপোর্ট-এর দাম সবচেয়ে কম এবং কোন দেশে বেশি তার একটা হিসেবও দেখিয়েছে তারা।
ওয়েব সাইটটির হিসেবে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে কমখরচে পাসপোর্ট পাওয়া যায় এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার এবং ভারতে। এসব দেশগুলোতে মাত্র ২০ পাউন্ডের মধ্যেই ১টি পাসপোর্ট পাওয়া যায়। আর সবচেয়ে বেশি খরচ হয় (১৬৬ পাউন্ড) তুরস্কের পাসপোর্টে।
অন্যদিকে দেখা যাচ্ছে, সুইডেনে পাসপোর্ট পেতে ব্যয় করতে হয় ২৮ পাউন্ড, এবং ফিনল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই দেশ গুলোতে ব্যয় হয় ৭৩ পাউন্ড।
ব্যয়বহুল পাসপোর্টের দেশ গুলোর মধ্যে শীর্ষে আছে তুরুস্কের পরেই আছে লিথুয়ানিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড এখানে ১০০ পাউন্ডের কিছু বেশি খরচ হয়।
জরীপে লন্ডনে কোন দেশের নাগরিকরা সবচেয়ে বেশি আসে তারও একটা তালিকা দেয়া হয়েছ। তাতে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, কানাডা, স্পেন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। আর শীর্ষ ২০ দেশের তালিকায় রয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরের মাত্র দুটি দেশ জাপান (১৩) এবং সিঙ্গাপুর (১৮)। সূত্র: দি টেলিগ্রাফ