বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ০৭:২৩:৩৫

Peel P50, বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি!

Peel P50, বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক : কোথাও খুব দ্রুত পৌঁছানো যায় গাড়ি বা বাইকের সাহায্যে। বিভিন্ন ধরণের গাড়ি প্রথম পছন্দ মানুষের। সেগুলি বিভিন্ন ডিজাইনারও হয়ে থাকে। 

আজ আপনাদের বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি সম্পর্কে বলবো। বিশ্বের সবথেকে ছোট গাড়ির মালিক হলেন ব্রিটেনর বাসিন্দা আলেক্স অর্চিন।

অর্চিনের এই ছোট গাড়িটির নাম Peel P50. যেটি লম্বায় ১৩৪ সেমি, প্রস্থে ৯৮ মিটার এবং উচ্চতায় ১০০ সেমি। আলেক্স জানিয়েছেন, গাড়িটি ছোট হওয়ার কারণে লোকেরা তাঁকে নিয়ে মজা করে। 

কিন্তু তিনি জানান গাড়িটিতে পেট্রোলের পরিমান অনেক তাই কম লাগে। আলেক্স তাঁর দৈনন্দিন জীবনে এই গাড়িটি ব্যাবহার করেন। তিনি উচ্চতায় ৬ ফুটের কাছাকাছি। এমন অবস্থায় তাঁকে ছোট গাড়ি চালাতে দেখেলে মানুষ অবাক হয়ে যায়।

শুধু তাই নয় আলেক্সের এমন কর্মকাণ্ডে মানুষ তাঁকে নিয়ে ঠাট্টাও করেন। তবে যাইহোক তিনি তাঁর গাড়ি নিয়ে খুব খুশি, কারণ গাড়িটির মাইলেজ খুব ভালো। 

Peel P50-তে ৪.৫ হর্সপাওয়ারের ইঞ্জিন উপলব্ধ। আপনি জানলে অবাক হবেন যে, গাড়িটি ৪২ kmpl মাইলেজ দেয়। যেখানে ভারতের সর্বোচ্চ মাইলেজ গাড়ি মারুতি সুজকি সেলেরিও ৩৫ kmpl মাইলেজ দেয়।

পিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি Peel P50 গাড়িটি তৈরি করেছে। এটি ১৯৬২-১৯৬৫ মধ্যে প্রথম তৈরি করা হয়েছিল এবং ২০১০ সালে এর পুনঃউৎপাদন শুরু হয়। আলেক্স অর্চিন বলেছেন, সমস্ত ধরনের পথ দিয়েই তিনি এই গাড়িটি নিয়ে যাতায়াত করতে পারেন। 

রাস্তায় বের হলে মানুষ তাঁর থেকে তাঁর গাড়িটির দিকে বেশি তাকায়। ২০১০ সালে বিশ্বের সবচেয়ে ছোট গাড়ির শিরোপা পায় গাড়িটি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি হিসাবে গিনিস বুক অফ ওয়াল্ড রেকর্ড বইটিতে নামও লেখা হয়েছে, ব্রিটেনবাসী আলেক্সের এই গাড়িটির।

তবে ছোট হলেও গাড়িটির দাম শুনলে আপনি অবাক হবেন। ১৩৪ সেমি লম্বা এই গাড়িটির দাম ভারতীয় রুপিতে ৮৪ লাখের বেশি। 

দামের কারণে আলেক্স একটি সেকেণ্ড হ্যান্ড P50 কিনেছেন। যেটির সর্বোচ্চ মাইলেজ দেয় ঘন্টায় ৩৭ কিলোমিটার। তিনি সংবাদ মাধ্যমকে এও জানান যে, গত বছরই গাড়িটি নিয়ে তিনি পুরো ব্রিটেন সফর করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে