মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৯:১০

এটমবোমায়ও ধ্বংস হয় না যে গাছ!

এটমবোমায়ও ধ্বংস হয় না যে গাছ!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সব চাইতে শক্তিশালী এক অস্ত্রের নাম এটমবোমা। যেখানে পড়বে সেখানেই ধ্বংস। কিন্তু পৃথিবীতে এমন এক বৃক্ষের খোঁজ পাওয়া গেছে যে বৃক্ষকে ধ্বংসাত্মক এটম বোমাও ধ্বংস করতে পারবে না। এই গাছটির সন্ধান পাওয়া গেছে জাপানের হিরুসীমা নামক একটি শহরে। লরহলঁ নঁষধনধ গাছটির নাম জিংজু বিলাবা।

ঐ শহরের যে স্থানে এটমবোমা বিস্ফোরণ হয়েছিল সেখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গাছটির সন্ধান পাওয়া যায়। কিন্তু এটমবোমার কোনো প্রতিক্রিয়া গাছটিতে পরেনি। সম্পূর্ন অক্ষত রয়েছে। এ গাছটি নানা ঔষধ তৈরির ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে। কুদরতি ঔষধ তৈরির ক্ষেত্রে গাছটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

আশ্চর্যজনকভাবে ওই স্থানে এ্যাটম বোমা বিস্ফোরণে সমস্ত উদ্ভিদ ও প্রাণী মারা যায়। কিন্তু ছয়টি গাছ এখনো অক্ষত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে