এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবথেকে বেশি ক্ষুধার্ত মানুষের বাস ভারতে। এই সংখ্যা ছুঁয়েছে ১৯৪ মিলিয়ন। চিনকেও ছাপিয়ে গিয়েছে এই সংখ্যা। রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক রিপোর্টে এই তথ্য দেয়া হয়েছে।
বিশ্ব জুড়ে মোট ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৭৯৫ মিলিয়ন। ১৯৯০-৯২ -এর রিপোর্টে এই সংখ্যা ছুঁয়েছিল ১ বিলিয়ন। চিন ছিল তালিকার প্রথমে। যদিও ভারতে ক্ষুধার্তের সংখ্যা আগের থেকে কমেছে। ১৯৯০ তে যে সংখ্যা ছিল ২১০ মিলিয়ন, সেটা ২০১৫ তে ১৯৪ মিলিয়নে নেমেছে। ভারতে দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন উদ্যোগ জারি রাখবে রাষ্ট্রসঙ্ঘ। চিন এবিষয়ে অনেকটাই সফল। তারা সংখ্যা কমিয়ে ২৮৯ মিলিয়ন থেকে ১৩৩ মিলিয়নে নিয়ে এসেছে।
১২৯ টি দেশের মধ্যে ৭২ টি গুরুত্বপূর্ণ দেশে এই সমীক্ষা চালিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ। সামগ্রিকভাবে রিপোর্টে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক উন্নয়ন ও কৃষিক্ষেত্রে বিনিয়োগই একটা দেশের দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ করতে পারে।-কলকাতা২৪