শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ০৩:২৯:১২

লাচ্ছি বানানোর রেসিপি

লাচ্ছি বানানোর রেসিপি

এক্সক্লুসিভ ডেস্ক : লাচ্ছি পান করলে শরীরে মিলবে পুষ্টি আবার তেষ্টাও মিটবে। লাচ্ছি তৈরি করা হয় দই দিয়ে। যা শরীর ঠান্ডা রাখে। চলুন জেনে নেওয়া যাক ঝটপট লাচ্ছি তৈরির রেসিপি-

উপকরণ

১. মিষ্টি দই ১ কাপ
২. চিনি স্বাদমতো ও
৩. গুঁড়া দুধ আধা কাপ।

পদ্ধতি
একটি পাত্রে সবগুলো উপকরণ মিশিয়ে ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দিন। ইফতারের কিছুক্ষণ আগে পাত্রে রাখা উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিন।

তারপর ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন। ভালো করে কয়েকবার ব্লেন্ড করে নিন। প্রয়োজনমতো পানি মিশিয়ে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে তার মধ্যে বরফ কুচি মিশিয়ে গ্লাসে পরিবেশ করুন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে