এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত।
এসএসসি, ব্যাংকিং এবং রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নগুলি আসে, এমনকি ইন্টারভিউতেও করা হয়। এই প্রতিবেদনে তেমন কিছু অজানা প্রশ্ন উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ জানেন কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়?
উত্তরঃ শুক্র গ্রহকে পৃথিবীর বোন বলা হয়।
২) প্রশ্নঃ বিশ্বের একমাত্র দেশ কোনটি যেখানে একটিও সিনেমা হল নেই?
উত্তরঃ ভুটানই একমাত্র দেশ যেখানে একটিও সিনেমা হল নেই।
৩) প্রশ্নঃ ওষুধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ মারা যেতে পারে?
উত্তরঃ আঙ্গুর।
৪) প্রশ্নঃ ভারতের প্রথম তেল শোধনাগার কোন রাজ্যে?
উত্তরঃ আসামে।
৫) প্রশ্নঃ ভারতের প্রথম কাচের সেতু কোন রাজ্যে নির্মিত হয়েছে?
উত্তরঃ উত্তরাখণ্ডে।
৬) প্রশ্নঃ কোন দেশের মানুষ সবসময় ঘুমায়?
উত্তরঃ কাজাখস্তানের কালাচি গ্রামের লোকেরা টানা কয়েক মাস ধরে ঘুমানোর জন্য পরিচিত।
৭) প্রশ্নঃ জানেন রামায়ণ কোন দেশের জাতীয় গ্রন্থ?
উত্তরঃ থাইল্যান্ডের জাতীয় গ্রন্থের নাম রামায়ণ।
৮) প্রশ্নঃ ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২৯শে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়।
৯) প্রশ্নঃ ভারতের সবচেয়ে সুখী রাজ্য কোনটি?
উত্তরঃ মিজোরামকে ভারতের সবচেয়ে সুখী রাজ্য হিসাবে বিবেচনা করা হয়।
১০) প্রশ্নঃ ‘ইসলামাবাদ’-এর আগে পাকিস্তানের রাজধানী কী ছিল?
উত্তরঃ ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী ছিল করাচি।
১১) প্রশ্নঃ সূর্যের পারমাণবিক জ্বালানী কোনটি?
উত্তরঃ সূর্যে পাওয়া পারমাণবিক জ্বালানী হল হাইড্রোজেন।
১২) প্রশ্নঃ কোন দেশের মানুষ বিড়ালকে দেবতার মতো পূজা করে?
উত্তরঃ মিশর।
১৩) প্রশ্নঃ কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয়?
উত্তরঃ পেঁপে।
১৪) প্রশ্নঃ কার গাড়িতে নম্বর প্লেট থাকে না?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতির গাড়িতে নম্বর প্লেট থাকে না।
১৫) প্রশ্নঃ ভারতের কোন দ্বীপে মানুষ গেলে আর বেঁচে ফেরে না?
উত্তরঃ বঙ্গোপসাগরের নর্থ সেন্টিনেল দ্বীপে কেউ একবার পা রাখলে সে আর প্রাণে বেঁচে ফিরতে পারে না। কারণ এখানে রয়েছেহিংস্র বর্বর এক প্রাচীন উপজাতি, যারা আধুনিক সভ্যতার মুখ দেখেনি। তারা আজও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বহিঃবিশ্বের সাথে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। ভারত সরকারের তরফে এই দ্বীপটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।