মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০২:৩৫

মোবাইল পানিতে পড়ে গেলে অক্ষত রাখার ৫ উপায়

মোবাইল পানিতে পড়ে গেলে অক্ষত রাখার ৫ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : কর্মঠ মানুষের ব্যস্ততা বেশি।  এমন কোনো মানুষ নেই বর্তমান যুগে মোবাইল ব্যবহার করেন না।  বাথরুমে গেলে মোবাইল নিয়ে ঢুকতে হয়।  তাড়াহুড়ো করতে গিয়েই ঘটে বিপত্তি!

সখের স্মার্টফোনটি হাত ফস্কে বালতি ভরা পানি কিংবা পুকুর-জলাশয়ে পড়ে গেল।  এতে মন ভেঙে চুরমার।  এবার কী হবে! বর্ষাকালেও মোবাইলে পানি ঢুকে যায়।  চিন্তার কোনো কারণ নেই।  স্মার্টফোন পানিতে পড়ে গেলেও অক্ষত থাকবে, আছে যে ৫ উপায়।  জেনে নিন মূল্যবান ৫টি টিপস।

১. পানিতে স্মার্টফোন পড়ে গেলে ফোনটি তুলেই কোনো কিছু পরীক্ষা করার চেষ্টা না করে আগে সুইচ অফ করুন।  কারণ পানিতে পড়লেও ফোন বন্ধ হয় না।  ফলে ভেতরে শর্ট সার্কিট হয়ে যায়।  যাবতীয় ডেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  পানি থেকে তুলেই স্মার্টফোন সুইচ অফ করে দিলে আর ডেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না।

২. ফোনের ভেতরের সবকিছু অর্থাত্‍ ব্যাটারি, সিমকার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন চটজলদি।  ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন।  দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না।

৩. পানি মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন।  যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও পানি জমে না থাকে।  শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।

৪. পানি মোছার পর বাড়িতে টিনে বা বস্তায় চালের মধ্যে ফোনটিকে কিছুক্ষণ রাখুন বা সিলিকা জেল থাকলেও ব্যবহার করতে পারেন।  এ পদ্ধতিতে একটুও ফানি থাকলে তা শুকিয়ে যায়।

৫. চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে। স্মার্টফোন পানিতে পড়লে এই পাঁচটি উপায়ে সহজেই আপনার ফোন পুনরায় কাজ করা শুরু করে দেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে