বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ০৭:০৭:০০

হ্যালো-কে বাংলায় কী বলা হয়, জানেন না অনেকেই

হ্যালো-কে বাংলায় কী বলা হয়, জানেন না অনেকেই

এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক শব্দ ব্যবহার করি যার ব্যবহার এতটাই সাধারণ হয়ে গেছে যে সে শব্দের আক্ষরিক অর্থ কি তা জানার প্রয়োজন মনে হয় না। 

আসলে আমরা শুধু ব্যবহার করি, কারণ এটি সর্বত্রই বলা হয় বলে। এমন একটি শব্দ হল ‘হ্যালো’। তেমনি এটি একটি ইংরেজি শব্দ, কিন্তু হ্যালো-কে বাংলায় কী বলা হয় জানেন?

প্রযুক্তির যুগে আমরা সকলেই ফোনে কথা বলার সময় হ্যালো শব্দটি ব্যবহার করি এবং আপনি নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র ফোন রিসিভ করার সময় হ্যালো শব্দটির ব্যবহার করা হয়।

এছাড়াও বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, হ্যালো শব্দের আবিষ্কর্তা হলেন স্বয়ং টেলিফোন আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল (Alexander Graham Bell)। যার বান্ধবীর নাম ছিল মার্গারেট হালো (Margaret Hallo) আর গ্রাম বেল তার বান্ধবীকে ভালোবেসে হালো বলেই ডাকতেন। আর প্রেমিকাকে ভালোবেসে ডাকা হলো এখন বিশ্বজনীন।

আসলে, হ্যালো শব্দটি সাধারণত অভিবাদন করতেই ব্যবহৃত হয়। যেমন, হ্যালো শব্দটির অর্থ হলো 'কি হে' , কাউকে সম্বোধন করে দৃষ্টি আকর্ষণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে।

কিন্তু আভিধানিক অর্থের দিক দিয়ে খোঁজ করি তাহলে হ্যালো শব্দটি হল একটি জার্মান শব্দ, যা হাল্লা থেকে উদ্ভূত হয়েছে।

অতীতে নৌকার মাঝিকে ডাকার সময় জার্মানরা এই শব্দগুলি ব্যবহার করতেন। হ্যালো শব্দটির ফরাসি শব্দ হোলা-র সাথেও যুক্ত। হোলা মানে হলো ‘কেমন আছো’। সময়ের সাথে সাথে এর উচ্চারণ পরিবর্তিত হয় এবং হ্যালো শব্দটি প্রচলিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে