মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৩:৪৮

যেখানে বছরের ৬ মাসই ছুটি!

যেখানে বছরের ৬ মাসই ছুটি!

এক্সক্লুসিভ ডেস্ক : বছরের ছ’মাসই ছুটি এ কথা বিশ্বাসযোগ্য মনে না হলেও খাতায় কলমে তাই মিলেছে।  কর্মীদের জন্য এমন সাধের চাকরির ডালি সাজিয়ে রেখেছে অখিলেশ সিং যাদবের নেতৃত্বাধীন ভারতের উত্তরপ্রদেশ সরকার।

খাতায় কলমে খতিয়ে দেখলে দেখা যাবে, বছরের মধ্যে মাত্র ছ’মাস কাজ করেন সে রাজ্যের সরকারি কর্মীরা।  এরই মধ্যে আবার তিনদিন ছুটি বাড়ানোর কথা ঘোষণা করেছেন সমাজবাদী পার্টির সরকার।

সামনের বছরই বিধানসভা নির্বাচন।  এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী চরণ সিং, চন্দ্রশেখর ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের জন্মদিন পালনে আরো তিনদিন ছুটি ঘোষিত হয়েছে উত্তরপ্রদেশে।  এর ফলে সেখানে সাধারণের জন্য ছুটির দিনের সংখ্যা দাঁড়ালো বছরে ৩৮টি।  

এ সংখ্যাটাই মধ্যপ্রদেশ, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ২৫।  এছাড়া একটু খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যাবে, প্রতিসপ্তাহে দু’দিন, রাজ্যস্তরের কর্মীদের জন্য তিনদিন ও দু’দিনের অপশনাল ছুটি মেলালে বেশির ভাগ সরকারি কর্মীই বছরে ছ’মাস ছুটি উপভোগ করেন।

ছুটির রাজনীতির বিরোধিতা করে জনৈক অমিতাভ ঠাকুর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন।  ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি পিটিশনে আর্জি জানানো হয়েছে, যাতে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বের স্মরণে ছুটি ধার্য করা না হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে