আন্তর্জাতিক ডেস্ক : জায়ান্ট ইন্ডিয়ান রোস্টার নামে খ্যাত বিশাল মোরগ পালন করে সম্প্রতি সাফল্য পেয়েছেন ব্রাজিলের এক কৃষিবিদ। এই মোরগের প্রতিটির দাম প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা।
ব্রাজিলের গোইয়াস রাজ্যে নিজের খামারে দীর্ঘদিনের চেষ্টায় রুবেল ব্রাজ এই নতুন জাতের মোরগ উদ্ভাবন করেছেন।
এই জাতের মোরগ প্রায় ৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ব্রাজের খামারে একসঙ্গে ৩০০টি মোরগ রাখা যায়।
সংখ্যায় কম বলে চাহিদা বেশি। চার হাজার ডলারে প্রতিটি মোরগ বিক্রি করেও কুলিয়ে উঠতে পারছেন না ব্রাজ। যদিও তিনি শখের বশে মোরগ পালনের সিদ্ধান্ত নেন।