এক্সক্লুসিভ ডেস্ক : অনেকেই ব্যবসা করতে চান কিন্তু একটি ভালো আইডিয়ার অভাবে পিছিয়ে যান। আবার কারও কাছে ভালো আইডিয়া থাকলেও পর্যাপ্ত টাকা থাকে না। এমন পরিস্থিতিতে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ভুগেন।
তবে অল্প টাকায়ও লাভজনক ভালো ব্যবসা শুরু করা যেতে পারে। মাত্র ১০ হাজার টাকায় কোন কোন ব্যবসা শুরু করা যায় দেখে নেওয়া যাক।
টিফিন সার্ভিস
অল্প বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে চাইলে টিফিন সার্ভিসের ব্যবসাটা শুরু করতে পারেন। মাত্র ১০ হাজার টাকার কমেও টিফিন সার্ভিসের ব্যবসা শুরু করা যায়।
নারীদের জন্য এটি একটি দারুণ অপশন। দেশে অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ চাকরি বা পড়াশোনার কারণে একা থাকেন। কিন্তু তাদের ঘরে তৈরি খাবারের প্রয়োজন হয়। এই ব্যবসা কম খরচে ঘরে বসেই শুরু করা যায়।
ইউটিউব চ্যানেল
বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের হাতের মুঠোয় চলে আসায় ইউটিউব হয়ে উঠেছে বিনোদন ও অজানা অনেক কিছু জানার মাধ্যম। গেমিং, রান্না বা টেকের মতো যে কোনো ভিডিও তৈরি করতে পারেন আপনিও।
এ থেকে টাকা উপার্জন করতে পারবেন। এ জন্য ১০ হাজার টাকার কম খরচেই একটি ছোট স্টুডিওর মতো পরিবেশ তৈরি করা যায়। বেসিক লাইট ও ফোন, ট্রাইপডের মতো জিনিস কিনে কাজ শুরু করতে পারেন।
আচারের ব্যবসা একটি ভালো অপশন হতে পারে। বর্তমান সময়ে অনেকেই আচার তৈরি করার পর্যাপ্ত সময় পান না। এমন পরিস্থিতিতে আচার তৈরির কাজ শুরু করতে পারেন।
এর জন্য, শুধুমাত্র কাঁচামাল, নিখুঁত রেসিপি ও কিছু প্যাকেজিংয়ের জিনিসপত্র প্রয়োজন। বাজারে চাহিদা থাকায় এই ব্যবসা বেশ ভালোই জমবে।
মেহেদি পরানোর ব্যবসা
বর্তমানে সব মেয়েরাই হাতে মেহেদি পরেন। বিশেষ করে বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে সবাই মেহেদি পড়তে ভালোবাসেন। তাই ১০ হাজার টাকারও কম খরচে এই ব্যবসা শুরু করা যেতে পারে। পুরুষ-নারী যে কেউই পেশাদার হিসেবে এই ব্যবসা শুরু করতে পারেন।
চা দোকান
চা দোকান দেওয়ার বিষয়টি অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু দেশে চা একটি প্রধান পানীয় এতে কোনো সন্দেহ নেই। যে কারণে অনেকেই চা বিক্রি করেই লাখপতি হয়েছেন। মাত্র ১০ হাজার টাকার কম খরচেই এই ব্যবসা শুরু করা যেতে পারে।