এক্সক্লুসিভ ডেস্ক : নিয়তি যে কাকে কখন কোথায় নিয়ে যায় তা বলা বড়ই মুশকিল। বাইশ গজে একটা বাউন্সারেই ভেঙে গিয়েছিল পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন।
আজ ভারতের বৃহত্তম ধনকুবের আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার ব্যাপারে জেনে নেওয়া যাক। কিন্তু কেমন ছিল কে এম বিড়লার জীবনী?
কুমার মঙ্গলাম বিড়লা হলেন বিড়লা পরিবারের চতুর্থ জেনারেশনের সদস্য। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এবং মুম্বাইয়ে বেড়ে ওঠেন।
তিনি মুম্বাইয়ের সিডেনহ্যাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এরপর কুমার মঙ্গলাম উচ্চশিক্ষার জন্য মুম্বাই বিশ্ববিদ্যালয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক সম্পন্ন করেন।
এরপর এমবিএ পড়ার জন্য সুদূর লন্ডনে পাড়ি জমান এবং তার বাবার মতানুসারে CA নিয়ে পড়াশুনা করেন। কিন্ত একটা অবাক করা বিষয় হলো মাত্র ২২ বছর বয়সেই ব্যবসায়ী শম্ভু কাসলিওয়ালের মেয়ে নীরজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যাদের তিনটি সন্তান রয়েছে, যারা হলেন আর্যমান বিক্রম, অনন্যা এবং অদ্বৈতশা।
এছাড়া বর্তমানে তার স্ত্রী রয়েছেন বিড়লা ট্রাস্ট এর ভাইস চেয়ারপার্সন পদে। আদিত্য বিড়লার মৃত্যুর পর কুমার মঙ্গলাম মাত্র ২৮ বছর বয়সে ১৯৯৫ সালে বিড়লা গ্রুপের দায়িত্ব তার ঘাড়ে গিয়ে পড়ে।
এত অল্প বয়সে কিন্তু এত বড় কোম্পানি চালাতে পারবে কিনা এমন কটাক্ষ সম্মুখীন হতে হয় কুমার মাঙ্গালামকে। কিন্তু তিনি তার কঠোর পরিশ্রমের দ্বারা ১৯৯৫ সাল থেকে এখনো পর্যন্ত বিশ্বের ৪২টি দেশে তার ব্যবসা ছড়িয়ে পড়েছে।
আজ বিড়লা গ্রুপ তথা কুমার মঙ্গলাম এর টোটাল টার্নওভার ১৬০০ কোটি ডলারেরও বেশি। তার কঠোর পরিশ্রমের ফলেই তিনি আজ বিশ্বের ১০৬তম ধনী ব্যক্তি রুপে আত্মপ্রকাশ ঘটাতে পেরেছেন।