এক্সক্লুসিভ ডেস্ক : খেলাধুলার অঙ্গ হিসেবে হোক বা কড়া রোদের হাত থেকে বাঁচতে আমরা টুপি ব্যবহার করি। এছাড়া কেউ কেউ টুপিকে ফ্যাশন (fashion) হিসেবেও ব্যবহার করে।
তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে টুপির মাথায় ছোট্ট একটি বোতাম (button) থাকে, জানেন এর কাজ কী?
আসলে কোম্পানির তরফে যখনই কিছু না কিছু তৈরি করা হয়, তার আকার বা ডিজাইনের (design) পিছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে।
তবে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে এই ধরনের টুপিতে একটি করে বোতাম থাকে, যাকে স্কোয়াচি (squashy) বলা হয়। যদিও এই নামটি কিভাবে এসেছে সেই সম্পর্কে নিশ্চিত কোন তথ্য নেই।
অতীতে যখন ফ্যাক্টরিতে টুপি তৈরি করা হতো তখন এর ছয়টি অংশ একসাথে জুড়ে দেওয়া হতো। কিন্তু মাঝের অংশটি ফাঁকা থাকতো।
যাতে এই জায়গাটি দেখতে খারাপ না লাগে সেজন্য একটি বোতাম জুড়ে দেওয়া হতো। বর্তমানে মার্কেটে বিভিন্ন ধরনের টুপি পাওয়া যায়। যার মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন দেখা যায়।
কিন্তু এই বোতামটি টুপির একটি অত্যাবশ্যক অংশে পরিণত হয়েছে। যদি এই বাটনটা না থাকে তাহলে টুপিটি দেখতে অদ্ভুত লাগবে।
আগে কেবল তৈরির জন্য এই বাটনটি দেওয়া হতো, তবে এখন এটি একটি ডিজাইনে পরিণত হয়েছে। এছাড়াও বাটনটি টুপিকে মজবুত করে, যাতে সহজে ছিঁড়ে না যায়।
তবে এও জানা যায়, টুপি যেহেতু খেলাধুলার একটি অঙ্গ, তাই এর বিশেষ গুরুত্বও রয়েছে। এটি কেবল খেলোয়াড়দের রোদ থেকেই রক্ষা করে না, বেসবল বা ক্রিকেটের মত খেলাতে বলের আঘাত থেকেও মাথাকে অনেকাংশে রক্ষা করে।