এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোন এখন সবার জন্য জরুরী হয়ে পড়েছে। তবে ফোন ব্যবহার নিয়েও অনেক গবেষণা হয়েছে।
কেউ বলেছেন ফোন ব্যবহার করলে ক্যান্সার হতে পারে, আবার কেউ বলেছেন এর রেডিয়শনের কারণে মানুষসহ পশু পাখির জন্য অনেক ক্ষতিকর। তবে এটা সকলের জানা যে অতিরিক্ত ফোন ব্যবহার করলে চোখের উপর খারাপ প্রভাব পড়ে।
এর পাশাপাশি কথা বলার জন্য আমাদের কানেও অনেক বেশি ব্যবহৃত হয়। সম্ভবত আপনিও কখনো ভাবেননি যে কথা বলার জন্য কোন কানের ব্যবহার করা উচিত, কিন্তু বিশ্বের কিছু গবেষক তা খুঁজে বের করার চেষ্টা করেছেন।
একটি গবেষণা অনুসারে, ডান কানে ফোনে কথা বললে সরাসরি তা মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, যার কারণে আপনি ছোটখাটো বিষয়ে বিরক্ত হতে পারেন।
গবেষণায় বলা হয়েছে, আমরা যখন ফোনে কথা বলার জন্য কান ব্যবহার করি তখন তা থেকে নির্গত বিকিরণ সরাসরি মস্তিষ্ককে প্রবাহিত করে।
তাই ফোনে কথা বলার সময় শুধু ডান কান নয়, বাম কানও ব্যবহার করা উচিত। কিন্তু ফোনে কথা বলার জন্য বাম নাকি ডান, কোন কান ব্যবহার করা উচিত তাও বিজ্ঞানীরা স্পষ্ট বলতে পারেননি।
ফিনল্যান্ডের এক বিজ্ঞানী তার গবেষণায় দাবি করেছেন, আমাদের কোষ যখন ফোনের সংস্পর্শে আসে তখন রক্ত-মস্তিষ্কের পর্দাকে ক্ষতি করে। এটি এমনই এক পর্দা যা আমাদের মস্তিষ্ককে সুরক্ষার প্রদান করে।
এটি রক্ত থেকে বিপদজনক পদার্থকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয়। তাই ফোনে কথা বলার সময় কোন কান ব্যবহার করা উচিত তা এই গবেষণায় ব্যাখ্যা করা যায়নি।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে প্রায় ৮০ শতাংশ মানুষ ফোনে কল করার সময় তাদের ডান কান ব্যবহার করেন, কারণ আমাদের মস্তিষ্কের বাম দিক বেশি সক্রিয়।
ফোনে কথা বলার সময়, এক কান থেকে অন্য কানে ফোন পরিবর্তন করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ফোনে কথা বলার জন্য সবসময় উভয় কান ব্যবহার করুন।