এক্সক্লুসিভ ডেস্ক : আমাদের শরীরের প্রতিটি অংশই কোনো না কোনো কাজের সাথে যুক্ত। ঠিক তেমনি নাক, যা আমাদের শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত হয়।
কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের নাক যখন একটা, কিন্তু তাতে দুটো ছিদ্র থাকে কেন? স্টানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা গন্ধ পাওয়ার ক্ষমতা এবং এই প্রক্রিয়া বোঝার জন্য একটি গবেষণা করেছেন।
বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, আমাদের দুটি নাকের ছিদ্রের মধ্যে কেবল একটি ছিদ্র ভালোভাবে কাজ করে। অর্থাৎ একটি ভালোভাবে শ্বাস নিতে পারে আরেকটি ততটা পারে না।
কিন্তু এটা প্রতিদিনই পরিবর্তিত হতে থাকে। আর এর মধ্যে যে নাকটি শ্বাস নিতে পারেনা না, তার কাজ হল নতুন নতুন গন্ধ চেনা।
শ্বাস-প্রশ্বাসের এই দুটি ক্ষমতা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাকের এই দুটি নাসারন্ত্রই একমাত্র যা আমাদের আরও অনেক কিছুর গন্ধ উপলব্ধি করতে সাহায্য করে। এই দুই নাসারন্ত্রের কারণে আপনি নতুন গন্ধও চিনতে পারেন।
আপনার নাক যথেষ্ট স্মার্ট, যা আপনাকে প্রতিদিনের গন্ধের অনুভূতি দিয়ে বিরক্তি করে না। একে বলা হয় নিউরাল অ্যাডাপটেশন। আমরা প্রতিদিন যে গন্ধ পাই তার প্রতি আমাদের নাক সংবেদনশীল হয়ে পড়ে। আমাদের নাক দ্রুত গন্ধ সনাক্ত করতে সক্ষম, যা আমাদের জন্য নতুন।
তবে এও জেনে রাখা উচিত, নাকের মধ্যে যে লোম রয়েছে তা কখনো তুলে ফেলা উচিত নয়। অনেকে সৌন্দর্যের কারণে নাকের লোম তুলে ফেলে, যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
আসলে এই লোম ফিল্টার হিসেবে কাজ করে। এরফলে সরাসরি ধুলোবালি আমাদের নাকের ভিতর পৌঁছাতে পারেনা। তবে আপনি চাইলে যেটুকু প্রয়োজন ততটুকুই লোম কেটে ফেলতে পারেন।