এক্সক্লুসিভ ডেস্ক : বিবাহ সংক্রান্ত আচার-অনুষ্ঠান ও রীতিনীতি নিয়ে প্রতিটি দেশের নিজস্ব আলাদা আলাদা বিশ্বাস ও আইন রয়েছে। যদিও একটা সময় সর্বত্রই বহুবিবাহ প্রথা চালু ছিল কিন্তু এখন ধীরে ধীরে এই কুপ্রথা চারিদিক থেকে নির্মূল হয়েছে। কিন্তু আজও এমন একটি দেশ আছে যেখানে একজন পুরুষ দুটি বিয়ে করতে পারে।
শুধু তাই নয়, সেখানে পুরুষদের দুটি বিয়ে করা আইনত বাধ্যতামূলক। যদি কোন পুরুষ দুটি বিয়ে করতে অস্বীকার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং এক সাথে তাদের প্রথম স্ত্রীরাও তাদের স্বামীদের পুনরায় বিয়ে করতে বাধা দিতে পারে না।
আসলে এই অদ্ভুত নিয়মটি রয়েছে আফ্রিকা মহাদেশের ইরিত্রিয়া দেশে, যেখানে পুরুষদের দুটি বিয়ে করা আইনত বাধ্যতামূলক। জানা গেছে, যদি কোন নারী তার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধা দেয় তাহলে সেই নারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হয়। আসলে, এই দেশটিতে নারীসংখ্যা বেশি হওয়ার কারণেই এই প্রথা চালু রয়েছে।
ইরিত্রিয়া দেশে নারী পুরুষের অনুপাত খুবই কম। সেখানকার মানুষ বিশ্বাস করে যে এভাবে এই অনুপাতের ভারসাম্য বজায় রাখা যায়। ইরিত্রিয়ায় কোনও একজন পুরুষ যদি একটিমাত্র স্ত্রী রাখে তাহলে সে আইনের চোখে অপরাধী হয়ে যাবে।
কিন্তু পূর্ব আফ্রিকার এই দেশটিতে যে পুরুষেরা বিয়ে করবে না, তাদের জন্যও অন্যরকম শাস্তি ও বিধান চালু আছে। তবে ইরিত্রিয়ার এই অদ্ভুত নিয়মের জন্য বরাবরই সমালোচিত হয়।