এক্সক্লুসিভ ডেস্ক : অজানা পৃথিবী নিয়ে বিভিন্ন সময় নানা বিস্ময়কর তথ্য দিয়েছেন গবেষকরা। তারই ধারাবাহিকতায় এবার নতুন আরো ৫টি বিস্ময়কর তথ্য দিয়েছেন তারা। রহস্যময় এই পৃথিবী নিয়ে কি এমন তথ্য দিলেন এ সময়ের বিজ্ঞানীরা?
১. মহাবিশ্বে পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণ রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের পৃথিবীতে প্রায় ৩ লাখ প্রজাতির উদ্ভিদ, ৬ লাখ প্রজাতির ফাঞ্জাই এবং প্রায় ১০ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে।
২. পৃথিবীর একটি সুপারপাওয়ার রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর চারপাশে রয়েছে গ্যাসের তৈরি একটি অদৃশ্য আবরণ। প্লাজমাস্ফিয়ার নামক এই আবরণ মহাকাশের উচ্চগতিসম্পন্ন ইলেকট্রনকে পৃথিবীতে ঢুকতে বাধা দেয় ফলে আমাদের গ্রহ অনেক ক্ষতি থেকে বেঁচে যায়।
৩. সবচেয়ে মজার ব্যাপার হল, আমাদের পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে থাকে উত্তপ্ত ম্যাগমা। ধীরে ধীরে এটি পৃথবীর উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত ঠান্ডা হয়ে কঠিন পাথরে রূপ নেয়। বাতাসে এইসব পাথর ক্ষয়ে যায়, ছোট ছোট কণায় পরিণত হয় এবং মাটিতে ফিরে গিয়ে আবার ম্যাগমায় রূপলাভ করে। তারপর আবার একই প্রক্রিয়া শুরু হয়।
৪. পৃথিবী একেবারে ঠিক যায়গায় রয়েছে। এ অবস্থান থেকে একটু কাত হয়ে একটি অক্ষকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। যদি এই অবস্থানের একটু হেরফের হলেই পৃথিবীতে ঘটে যেতে পারে অনেক বিপত্তি। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্বের দিক থেকেও অবস্থান একদম সঠিক। একটু কাছে বা দূরে হলেই পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে পরিবর্তিত হয়ে যেত। এর ফলে পৃথিবীতে প্রাণ টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারতো।
৫. পৃথিবীর ৭০ ভাগ জুড়ে রয়েছে সমুদ্র যে সমুদ্রের ৯৫ শতাংশ এখনও আমাদের জ্ঞানের বাইরে রয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, অনাবিষ্কৃত এই সমুদ্রে প্রায় ১ মিলিয়ন প্রাণের বসবাস থাকতে পারে। শুধু সমুদ্রই নয়, নিউ গিনিতে কিছু রেইনফরেস্টের মত স্থলভাগও এখনও মানুষের অজানা। এর মানে হচ্ছে পৃথিবীতে এখনও এমন অনেক কিছুই রয়ে গিয়েছে যা আমাদের জানার বাকি রয়েছে।