এক্সক্লুসিভ ডেস্ক : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি জেনে রাখা উচিত।
এছাড়া এগুলি মানুষের নলেজকে বাড়িয়ে তোলে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যার সম্পর্কে হয়তো আপনি আগে কখনো শোনেননি।
১) প্রশ্নঃ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তরঃ আসাম (Assam) ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চল অবস্থিত এবং এখানে ব্যাপকভাবে চা চাষ হয়।
২) প্রশ্নঃ মোবাইল নেটওয়ার্কের ‘LTE’ এর পূর্ণরূপ কী জানেন?
উত্তরঃ Long Term Evolution (লং টার্ম ইভোলিউশন)।
৩) প্রশ্নঃ কোন রোগে সারা বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগ হলো হার্ট অ্যাটাক (), যা হৃদরোগ নামে পরিচিত। ২০১৯ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে প্রতিবছর ১.৭ কোটিরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
৪) প্রশ্নঃ ভারতের বিখ্যাত কুস্তিগীর দারা সিংকে কে পরাজিত করেন?
উত্তরঃ দারা সিং (Dara Singh) ছিলেন একজন অপরাজেয় ফ্রিস্টাইল কুস্তিগীর। তাকে হারানোর মতো পৃথিবীতে কুস্তিগীর জন্মায়নি।
৫) প্রশ্নঃ ভারতের কোন মন্দিরে ভক্তদের চুল দান করার পর সেগুলো কোটি কোটি টাকায় নিলামে বিক্রি করা হয়?
উত্তরঃ তিরুপতি বালাজি মন্দির (Tirupati Balaji temple) ভক্তদের দান করা চুলগুলি বিক্রি করে অনুদানের ১০% আসে।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রাম রয়েছে?
উত্তরঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) সর্বাধিক গ্রাম রয়েছে। ২০১১ সালের আদমশুমারি তথ্য অনুসারে, ১০৬৭৪৭টি গ্রাম রয়েছে।
৭) প্রশ্নঃ মহাভারতের যুদ্ধে কৌরবদের প্রথম সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ পিতামহ ভীষ্ম (Bhishma) ছিলেন কৌরবদের প্রথম সেনাপতি।
৮) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে একে অপরকে স্পর্শ করা নিষিদ্ধ?
উত্তরঃ হিমাচল প্রদেশের মালানা (Malana) নামের গ্রামে একে অপরকে স্পর্শ করা নিষিদ্ধ।
৯) প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী ভারতের বাইরে মারা গিয়েছিলেন?
উত্তরঃ ১৯৬৬ সালে লালবাহাদুর শাস্ত্রী (Lal Bahadur Shastri) ভারতের বাইরে উজবেকিস্তানের তাসখন্দে মারা যান। এরপর ভারতে আনা হয় এবং বারানসিতে দাহ করা হয়েছিল।
১০) প্রশ্নঃ কোন হিন্দু রাজাকে মুঘলরা কখনো পরাজিত করতে পারেনি?
উত্তরঃ মহারানা প্রতাপ (Maharana Pratap) এবং ছত্রপতি শিবাজী (Chhatrapati Shivaji) এমনই রাজা ছিলেন যাকে মুঘলরা কখনোই পরাজিত করতে পারেনি।