বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০২৩, ১০:৫১:২১

জানেন ট্রাকের পিছনে ‘horn OK please’ লেখা থাকে কেন?

জানেন ট্রাকের পিছনে ‘horn OK please’ লেখা থাকে কেন?

এক্সক্লুসিভ ডেস্ক : পিচের রাস্তায় ট্রাকগুলি হামেশাই চলাফেরা করে আর ট্রাকে বিভিন্ন কবিতা বা শ্লোক লেখা থাকে। এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হচ্ছে ‘হর্ন ওকে প্লিজ’ (horn OK please) লেখা, যা সকল ট্রাকের পিছনে দেখতে পাওয়া যায়। এটি এতটাই জনপ্রিয় যে কয়েক বছর আগে এ নিয়ে বলিউডে একটি ফিল্মও তৈরি হয়েছিল।

যদিও এটি লেখার কোন নিয়ম বা প্রয়োজন নেই বললেই চলে, তবুও অধিকাংশ ট্রাকের পিছনে এটি দেখতে পাওয়া যায়। তবে আপনি কি জানেন ট্রাকের পিছনে ‘হর্ন ওকে প্লিজ’ লেখা থাকে কেন? এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

‘হর্ন ওকে প্লিজ’ এর অর্থ হল ওভারটেক করার আগে হর্ন বাজিয়ে সতর্ক করা। অর্থাৎ ট্রাক চালকরা পিছনের গাড়িকে ওভারটেক করার জন্য তাদের হর্ন বাজাতে বলে। অতীতে ট্রাকে সাইড মিরর ছিল না, যে কারণে চালকদের এই কথাটি লিখতে হত, যাতে তারা পেছন থেকে আসা গাড়িকে সাইড দিতে পারে।

কিন্তু এখানে ‘ওকে’ লেখার কথাটা বেশ কিছু কারণ রয়েছে। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বজুড়ে ডিজেলের তীব্র ঘাটতি দেখা দেয়। সেই সময় ট্রাকের কন্টেইনার গুলোতে কেরোসিন ভর্তি করে রাখা হতো, যা একটি অত্যন্ত দাহ্য পদার্থ।

যদি দুর্ঘটনা ঘটে তাহলে ট্রাক গুলিতে দ্রুত আগুন ধরবে, সেই কারণে ‘অন কেরোসিন’ লেখা হয়েছিল যানবাহনগুলিকে দূরত্ব বজায় রাখার জন্য। যা পরবর্তীকালে অন কেরোসিনের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘ওকে’ শব্দ হয়ে দাঁড়ায়।

এছাড়া অতীতকালে বেশিরভাগ রাস্তা এখনকার মত এত চওড়া ছিল না, যে কারণে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটার বেশ ঝুঁকি ছিল। বড় বড় ট্রাকগুলি তাদের পিছনের যানবাহনকে দেখতে পেত না বলে ‘ওকে’ শব্দের উপরে একটি বাল্ব ছিল যা ট্রাকচালক পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য সংকেত দিতে জ্বালিয়ে দিতেন। এতে পিছনের যানবাহনের ওভারটেক করা সহজ হত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে