শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ০৯:১৮:০০

জানেন বাইক বা সাইকেলের পিছনে কুকুরেরা তাড়া করে কেন? তখন যা করবেন না

জানেন বাইক বা সাইকেলের পিছনে কুকুরেরা তাড়া করে কেন? তখন যা করবেন না

এক্সক্লুসিভ ডেস্ক : আপনারা হয়তো অনেক সময় দেখেছেন সাইকেল বা বাইকের পিছনে কুকুরকে ধাওয়া করতে অথবা এই ঘটনা আপনার সাথেও ঘটেছে। 

পথের কুকুররা কোন কারণ ছাড়াই বাইক বা সাইকেলের পিছন পিছন দৌড়াতে থাকে। কিন্তু অনেকেই এই পরিস্থিতিতে পড়ে ঘাবড়ে গিয়ে মারাত্মক ভুলটি করে বসেন।

জানিয়ে রাখি, কুকুরের শত্রুতা কিন্তু আপনার সাথে নয়, বরং আপনার গাড়ির গন্ধের জন্য কুকুরটি তাড়া করছে। আসলে কুকুরের ঘ্রাণশক্তি মানুষের তুলনায় কয়েক গুণ বেশি। 

আর কুকুরের একটা স্বভাব হলো গাড়ির টায়ার বা চাকায় প্রস্রাব করা আর এই স্বভাবের কারণে হয়তো আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। 

যদি আপনার গাড়ির চাকাতে কুকুর প্রস্রাব করে এবং আপনি সেই গাড়ি চালিয়ে অন্য এলাকায় যান তাহলে অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পায় এবং তাদের মনে হয় অন্য পাড়ার কুকুর তাদের এলাকায় ঢুকে পড়েছে এবং সেই কারণেই তারা গাড়ির পিছন পিছন ধাওয়া করতে থাকে।

এই পরিস্থিতিতে পড়ে অনেকেই ঘাবড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তাই এখানে আপনাকে সতর্কতার সাথে ব্যাপারটি হ্যান্ডেল করতে হবে। 

বিশেষ করে ওই এলাকায় কখনও দ্রুত গাড়ি চালাবেন না, সে ক্ষেত্রে কুকুরও দ্রুত গতিতে ছুটতে থাকবে। তারা ভাববে যে সেখানে সত্যিই অন্য পাড়ার কুকুর চলে এসেছে।

এমন পরিস্থিতিতে পড়লে নার্ভাস না হয়ে বুদ্ধিমানের পরিচয় দিন। বরং আপনি আওয়াজ দিন এবং ধীরে সুস্থে ওই এলাকা দিয়ে বেরিয়ে যান। 

এতে কুকুরও বুঝতে পারবে আপনার সাথে কোনও কুকুর নেই। এরপর তারা আপনাকে ধাওয়া করা ছেড়ে দেবে। সবথেকে ভালো হয়, মাঝেমধ্যেই আপনার গাড়ির চাকাগুলি জল দিয়ে পরিষ্কার করুন। ফলে এই ধরনের সমস্যায় পড়তে হবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে