শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১১:০১:৪১

কখনও আলুর সঙ্গে পেঁয়াজ রাখবেন না!

কখনও আলুর সঙ্গে পেঁয়াজ রাখবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রতিদিনের রান্নার অন্যতম মূল উপকরণ পেঁয়াজ। যেকোনো রান্নায় একটু বেশি করে পেঁয়াজ দিলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। অনেকের আবার খাওয়ার পাতে পেঁয়াজ না থাকলে ঠিক জমে না। 

তাই বেশিরভাগ বাড়িতেই পেঁয়াজ মজুত রাখা থাকে। কিন্তু অতি যত্নে পেঁয়াজ রাখার পরও অনেক সময় তাতে পচন ধরতে শুরু করে। এর মধ্যে আবার পেঁয়াজের দামও বাড়তি। 

বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৪০ টাকায়। তাই কোনোভাবেই এই পেঁয়াজকে পচতে দেওয়া যাবে না। জেনে নিন কিভাবে সংরক্ষণ করবেন মূল্যবান এই পেঁয়াজ-

পেঁয়াজ দেখে কিনুন
প্রথমে পেঁয়াজ কেনার সময় ভালো করে দেখে নিন। শক্ত, শুষ্ক এবং কোনো দাগ নেই এমন পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যেতে পারে। যে সব পেঁয়াজ নরম এবং গায়ে দাগ আছে, সেগুলো দ্রুত পচে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই ভালো করে দেখে কিনুন পেঁয়াজ।

শুকনো জায়গায় রাখুন 
কিনে আনার পর ঠাণ্ডা ও শুষ্ক জায়গায় পেঁয়াজ রাখুন। তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে অন্ধকার নয়, বাতাস চলাচল করে, এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ। আগুনের ধারেকাছে অথবা সরাসরি সূর্যের আলো পড়ে- এমন জায়গায় পেঁয়াজ রাখবেন না। ভেজা বা স্যাঁতসেঁতে জায়গায় পেঁয়াজ রাখলেও দ্রুত পচে যায়।

প্লাস্টিকে রাখবেন না 
পেঁয়াজ কিনে এনে প্লাস্টিকের প্যাকেটেই রেখে দেবেন না। খবরের কাগজ বা পাটের বস্তায় রাখলে সবচেয়ে ভালো। ঝুড়ি, বাঁশের পাত্রেও সংরক্ষণ করতে পারেন।

আলু থেকে আলাদা রাখুন
পেঁয়াজ থেকে গ্যাস নির্গত হয়। যার ফলে আশেপাশে থাকা ফল ও সবজি পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভুলেও অন্য শাক-সবজির সঙ্গে পেঁয়াজ রাখবেন না। পেঁয়াজ সবসময় অন্যান্য ফল, শাক-সবজি থেকে দূরে রাখুন। বিশেষ করে আলুর চারপাশে তো একেবারেই রাখবেন না।

ভেজে রাখুন
পেঁয়াজে পচন ধরতে শুরু করলে সবার আগে সেই পেঁয়াজগুলো আলাদা করে নিন। খারাপ অংশটুকু বাদ দিয়ে বাকিটা কুচি করে কেটে নিন। গরম তেলে মুচমুচে করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন। তেল শুকিয়ে গেলে ভাজাগুলো একটি পাত্রে ভরে রাখুন। এটি ফ্রিজেও তুলে রাখতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে