মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪৯:৫৭

পুলিশ কর্মকর্তার চেয়েও বেশি বেতন কুকুর পরিচর্যাকারীর

পুলিশ কর্মকর্তার চেয়েও বেশি বেতন কুকুর পরিচর্যাকারীর

এক্সক্লুসিভ ডেস্ক : অবাক করার কথা, কুকুর পরিচর্যাকারীদের বেতন পুলিশ কর্মকর্তা, নার্স এবং শিক্ষকদের চেয়ে বেশি।  বেড়ানো (পেট ওয়াকার) লোকদের বেতন বছরে ২৬,৪৯৬ পাউন্ড।  অথচ দেশটিতে গড় বেতন ২২,০৪৪ পাউন্ড।

নিবন্ধনকৃত নার্সদের বেতন শুরু হয় ২১,৪৭৮ পাউন্ড দিয়ে, পুলিশ কর্মকর্তারা পান ২৩,৩১৭ পাউন্ড এবং নতুন শিক্ষকরা শুরুতে বেতন পান ২৪,২০০ পাউন্ড।

ডিরেক্ট লাইন পেট ইন্স্যুরেন্সের এক সমীক্ষায় দেখা গেছে, একজন ওয়াকার দিনে গড়ে ১৩টি কুকুর হাঁটানোর কাজ করে থাকেন।  মাসে প্রায় ১৯২ বার হাঁটতে বের হন তিনি।

এতে বছরে তার বেতন দাঁড়ায় বছরে ২৬ হাজার পাউন্ড।  আর কুকুর পরিচর্যা বিশেষজ্ঞ বছরে আয় করেন ৬৪ হাজার পাউন্ড পর্যন্ত।  লন্ডনের কুকুর মালিকদের বেশির ভাগই কুকুরকে হাঁটানো বাবদ ব্যয় করে থাকেন ঘণ্টাপিছু ১৪ পাউন্ড, মিডল্যান্ডসে ১২ পাউন্ড এবং নর্থ ওয়েস্টে ১০ পাউন্ড।
সূত্র : ডেইলি মিরর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে