এক্সক্লুসিভ ডেস্ক : বাসা-বাড়িতে প্রচুর বৈদ্যুতিক গ্যাজেট ও যন্ত্র চালানো হয়। যেগুলো বিদ্যুৎ বিল বাড়ায়। কিছু কৌশল মেনে চললে বিদ্যুৎ বিল থাকবে আপনার নিয়ন্ত্রণে। জানুন বিদ্যুৎ বিল কমানোর দারুণ উপায়
সুইচ অফ করুন
যখনই আপনি কোনো ঘর থেকে বেরিয়ে আসবেন, সঙ্গে সঙ্গে সেই ঘরের পাখা, লাইট সমস্ত কিছু সুইচ অফ করবেন। অনেকেরই এমন অভ্যাস আছে, কোনও কারণ ছাড়াই ঘরে ফ্যান, লাইট চলতে থাকে। এতে বিদ্যুৎ খরচ অনেকটাই বেশি হয়।
টিভি পুরোপুরি বন্ধ করুন
চেষ্টা করবেন, টিভিটি পুরোপুরি বন্ধ করার। যদি মনে হয়, অনেকক্ষণের জন্য আর টিভি চালাবেন না, তাহলে শুধু রিমোট দিয়ে নয়, একেবারে সুইচ দিয়েই বন্ধ করে দেবেন। কারণ রিমোট দিয়ে টিভি বন্ধ করার পরে আপনার মনে হতেই পারে, সেটি একেবারে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তা নয়, রিমোট দিয়ে টিভি বন্ধ করলেও তাতে বিদ্যুৎ কাটতে থাকে।
৫ স্টার রেটিংসহ অ্যাপ্লায়েন্স কিনুন
অ্যাপ্লায়েন্সের রেটিং যত বেশি হবে, তত বেশি এটি বিদ্যুৎ সাশ্রয় করবে। ফলে আপনি যখনই কোনও নতুন ইলেকট্রনিক্স কিনবেন, চেষ্টা করবেন ৫ বা কমপক্ষে ৩ রেটিং সহ কিনতে। এতে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।
এলইডি বাল্ব ব্যবহার করুন
অনেক বাড়িতেই এখনো পর্যন্ত পুরনো ধরনের বাল্ব ব্যবহার করা হয়। কিন্তু ওতেই আপনার ইলেকট্রিক বিল বেশি আসে। কারণ পুরনো ধরনের বাল্ব অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। তাই সেগুলি পাল্টে এলইডি বাল্ব ব্যবহার করুন। এলইডি বাল্ব প্রচুর বিদ্যুৎ সাশ্রয় করে।